প্লে-অফের মঞ্চে সিলেটের ভরসা আন্তর্জাতিক অভিজ্ঞতা, সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ ব্রুকস
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
দেশী ক্রিকেটারদের পারিশ্রমিকের ৭৫ শতাংশ পরিশোধ করেছে সিলেট টাইটান্স
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসির সঙ্গে বিসিবির বৈঠক
-
3
তাওহীদ হৃদয়ের ঝোড়ো সেঞ্চুরিতে নোয়াখালীকে হারাল রংপুর
-
4
সমালোচনার জবাব ব্যাটে, সাইফ হাসানের ফিফটিতে চট্টগ্রামকে হারাল ঢাকা
-
5
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বুধবারই জানা যাবে
প্লে-অফের মঞ্চে সিলেটের ভরসা আন্তর্জাতিক অভিজ্ঞতা, সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ ব্রুকস
প্লে-অফের মঞ্চে সিলেটের ভরসা আন্তর্জাতিক অভিজ্ঞতা, সমর্থকদের উচ্ছ্বাসে মুগ্ধ ব্রুকস
বিপিএলের প্লে-অফ পর্বে সিলেট টাইটান্সের সামনে অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ, তবে সেই চ্যালেঞ্জ মোকাবিলায় দলটি আত্মবিশ্বাসী আন্তর্জাতিক অভিজ্ঞতার শক্তিতে। টুর্নামেন্টের শুরু থেকেই দলের সঙ্গে থাকা ইথান ব্রুকস মনে করছেন, সময়ের সঙ্গে সঙ্গে দল আরও পরিণত হয়েছে, আর নতুন তারকা ক্রিকেটারদের আগমনে সেই শক্তি এখন আরও স্পষ্ট।
সিলেট টাইটান্সে যোগ দিয়েছেন আন্তর্জাতিক তারকা মঈন আলী, স্যাম বিলিংস ও ক্রিস ওকস। আগামী ২০ জানুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মাঠে নামবে সিলেট টাইটান্স, যে ম্যাচটি জিতলে ফাইনালের পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ পাবে দলটি।
দলে নতুন যোগ দেওয়া স্বদেশি আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে নিজের অনুভূতির কথা জানান সিলেট টাইটান্সের এই ইংলিশ ব্যাটার। তাদের অভিজ্ঞতা ও মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে ব্রুকস বলেন, "যাদের আনা হচ্ছে তারা বিশ্বমানের খেলোয়াড়। প্রত্যেকেই ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করেছে এবং সর্বোচ্চ পর্যায়ে খেলেছে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তারা প্রচুর খেলা অভিজ্ঞতা অর্জন করেছে।"
এই তারকাদের উপস্থিতি দলের সামগ্রিক শক্তি বাড়াবে বলেই বিশ্বাস ব্রুকসের। প্লে-অফের মঞ্চে একসঙ্গে খেলার আশাও প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে ব্রুকস বলেন, "তাদের আগমনে দলের অভিজ্ঞতা ও মান আরও শক্তিশালী হবে। আশা করি আমিও তাদের সাথে খেলার সুযোগ পাব এবং পিচে গিয়ে ভালো পারফরম্যান্স করতে পারব।"
দলের আরেক ইংলিশ ক্রিকেটার ক্রিস ওকসের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের বিষয়টিও উঠে আসে তার কথায়। কাউন্টি ক্রিকেট থেকে শুরু হওয়া পরিচয়ের কথা জানিয়ে ব্রুকস বলেন, "কাউন্টি থেকেই ওকসের সঙ্গে আমার জানাশোনা আছে। সে দারুণ একজন মানুষ এবং ক্রিকেটের সেরাদের একজন। জীবন ও ক্রিকেট নিয়ে অনেক কথাই হয়েছে আমাদের, তবে এগুলো একান্ত ব্যক্তিগত।"
বিপিএলে নিজের সামগ্রিক অভিজ্ঞতা নিয়েও সন্তুষ্ট ব্রুকস। সিলেট টাইটান্সের সমর্থকদের উচ্ছ্বাস ও আতিথেয়তায় মুগ্ধ এই ইংলিশ ব্যাটসম্যান জানান, বাংলাদেশে খেলাটা তার জন্য বিশেষ অভিজ্ঞতা হয়ে উঠেছে।
সোমবার সংবাদ সম্মেলনে বিপিএলে খেলার অনুভূতি তুলে ধরে ব্রুকস বলেন, "হ্যাঁ, দারুণ অভিজ্ঞতা। অনেক মানুষ এখানে। মিডিয়া আমাকে কভার করছে, একজন খেলোয়াড় হিসেবে এটা দারুণ ব্যাপার। যেভাবেই এক্সপোজার পাওয়া যায়, এটা দারুণ ব্যাপার। আপনাদের পজিটিভ ভাইব ফ্যান্টাস্টিক। এতে খেলোয়াড়দের পরিচিতিও বাড়ে।"
সমর্থক ও টুর্নামেন্টের পরিবেশ নিয়ে আরও বিস্তারিত বলতে গিয়ে ব্রুকস যোগ করেন, "হ্যাঁ এখানে আমার সময় খুব উপভোগ করছি। এখানে অনেক ভালো ভালো খেলোয়াড় আছে। নতুন অনেক কিছু শিখছি, নতুন অভিজ্ঞতা। সবাই খুব ফ্রেন্ডলি ও আতিথেয়তাপূর্ণ। তারা দারুণ। সমর্থকরা আমার দেখা অন্যতম সেরা। আমার সময়টা এখন পর্যন্ত দারুণ কেটেছে।"
প্লে-অফের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অভিজ্ঞ আন্তর্জাতিক ক্রিকেটার ও সমর্থকদের উচ্ছ্বাস সব মিলিয়ে সিলেট টাইটান্স শিবিরে আত্মবিশ্বাসের ঘাটতি নেই। এখন দেখার বিষয়, এই আত্মবিশ্বাস মাঠের পারফরম্যান্সে কতটা প্রতিফলিত হয়।
