Image

শেষ বিকালের বাতাসে হাসান মাহমুদের ফোর-ফার

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
শেষ বিকালের বাতাসে হাসান মাহমুদের ফোর-ফার

শেষ বিকালের বাতাসে হাসান মাহমুদের ফোর-ফার

শেষ বিকালের বাতাসে হাসান মাহমুদের ফোর-ফার

টানা পাঁচ ইনিংসে ২০০ রানের নিচে বাংলাদেশ অলআউট হয়েছে। এরপর অবশ্য বল হাতে টাইগার পেসারদের বাজিমাত। দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটারদের সবচেয়ে বেশি বিপদে ফেলেন অভিষেক টেস্ট খেলতে নামা হাসান মাহমুদ। শেষ সেশনে শ্রীলঙ্কার হারানো ৬ উইকেটের মধ্যে ৪টি একাই দখলে নেন হাসান। 

২৫ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০২ রানে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে শ্রীলঙ্কা। তাদের লিড এখন ৪৫৬ রানের।অ্যাঞ্জেলো ম্যাথুস অপরাজিত আছেন ৩৯ রানে। 

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের চা-বিরতির আগে বাংলাদেশের ইনিংস থামে ১৭৮ রানে। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার তখন লিড ৩৫৩ রানের। ফলোঅন করানোর সুযোগ ছিল, তবে সফরকারীরা নিজেরাই আবার ব্যাট করতে নামে দ্বিতীয় ইনিংসে। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট তুলে নেন হাসান মাহমুদ। কেবল ৪ রানে থাকা দিমুথ করুণারত্নে স্টাম্প হারিয়েছেন ইনসাইড এজে। পরের ওভারে খালেদ আহমেদও স্টাম্প ভাঙেন, ২ রানের বেশি পাননি তিনে নামা কুশল মেন্ডিস। 

এরপর অবশ্য অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে জুটি গড়েন টিকে যাওয়া আরেক ওপেনার নিশান মাদুশকা। এই জুটির রান যখন ৪৫, ফের ব্রেকথ্রু নিয়ে হাজির হন হাসান মাহমুদ। ৩৪ রানে ব্যাট করা মাদুশকাকে ফিরিয়েছেন ক্যাচ বানিয়ে। পরপর দুই ওভারে হাসানের জোড়া শিকার। এবার প্রথম স্লিপে দিপুর হাতে ক্যাচ বানিয়েছেন দিনেশ চান্দিমালকে। প্রথম ইনিংসে ৫৯ রানের ইনিংস খেলা চান্দিমাল আজ প্যাভিলিয়নে গেছেন কেবল ৯ করে।

ধনঞ্জয়া ডি সিলভাকে বিদায় করে হাসান মাহমুদ পেলেন চতুর্থ উইকেটের স্বাদ। ৭ বল খেলা লঙ্কান অধিনায়ক ১ রান করতেই লিটনের গ্লাভসে হয়েছেন ক্যাচ। শ্রীলঙ্কার আউট হওয়া পাঁচ ব্যাটারের মধ্যে চারজনই হাসান মাহমুদের শিকার। পার্টিতে অবশ্য যোগ দিয়ে উইকেট সং্খ্যা ডাবল করেন খালেদ আহমেদ। ২০ ওভারে ৮৯ রান ওঠতেই শ্রীলঙ্কা হারিয়ে বসে ৬ উইকেট। 

চারে নামা অ্যাঞ্জেলো ম্যাথুস তখনও থিতু হয়ে আছেন উইকেটে। তাকে সঙ্গ দিতে আসা প্রবাথ জয়াসুরিয়াও বেশ দেখে-শুনে দিনের বাকি অংশের খেলা শেষ করেন। এই দুইয়ের দৃঢ়তায় শ্রীলঙ্কার আর কোনো বিপদ ঘটেনি শেষ বিকালে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three