তামিম-সাইফদের পাওয়ার প্লে তেই এ্যাটার্ক করতে বলেছিলেন লিটন
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 52 মিনিট আগে আপডেট: 46 সেকেন্ড আগে
তামিম-সাইফদের পাওয়ার প্লে তেই এ্যাটার্ক করতে বলেছিলেন লিটন
তামিম-সাইফদের পাওয়ার প্লে তেই এ্যাটার্ক করতে বলেছিলেন লিটন
২-১ ব্যবধানে আয়ারল্যান্ডে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে লিটন দাসের বাংলাদেশ। এই সিরিজ জেতায় সবচেয়ে বেশী অবদান ছিলো বোলারদের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বোলারদের প্রশংসা করে লিটন দাস বলেন,
"সব বোলাররা তাদের কাজটা খুব ভালো করেছে বিশেষ করে মাঝের ওভার গুলোতে। যদিও আমরা প্রথম পাওয়ার প্লে তে উইকেট পাইনি এবং তারা অনেক রান করেছে। তারপর রিশাদ হোসেন এবং শেখ মাহেদী যেভাবে ফিরে এসেছে এটা অসাধারণ ছিলো। তারা আমাদের মেইন বোলার তারা দায়িত্ব নিয়েছে এবং ভালো করেছে।"
১১৭ রানে আয়ারল্যান্ডকে অলআউট করে দেয়ার পর কোন প্লানে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমেছিলো এটা জানিয়ে লিটন বলেন, "আমি দেখেছি উইকেট কিছুটা টার্ন এবং স্লো হচ্ছিলো। আমি ব্যাটারদের বলেছি তাদের নরমাল খেলাটা খেলতে, পাওয়ার প্লে তে মেরে খেলতে। কারণ পাওয়ার প্লে তে ৩০/৪০ রান হয়ে গেলে পরে ব্যাট করা সহজ হয়ে যাবে।"
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটাই বাংলাদেশের আন্তর্জাতিক শেষ টি-টোয়েন্টি। কয়দিন পরেই শুরু হবে বিপিএল। অধিনায়ক চান বিপিএলে সবাই পারফর্ম করুক।
"যে, যেখানেই খেলুক তারা যদি তাদের ১০০% দিয়ে খেলে তাহলে বাংলাদেশের ক্রিকেটের ই উপকার হবে। আমি চাই বিপিএলে সব খেলোয়াড়রা পারফর্ম করুক। জাতীয় দলে এসেও তারা একই জিনিস করুক।"
সবশেষে চট্রগ্রামবাসীকে মাঠে এসে খেলা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে লিটন বলেন, "ধন্যবাদ চিটাগংবাসী। আগের বার বলেছিলাম আমরা হয়ত আপনাদের ওইভাবে সাপোর্ট করতে পারিনি, জিততে পারিনি। কিন্তু চেষ্টা করেছি। এবার আমরা সিরিজটা জিতেছি। আপনারা সব সময় আসবেন। এবং সামনে বিপিএল আপনারা আসলে ভালো লাগে, মাঠটা ফুলফিল লাগে। আমরা খেলতেও অনেক মজা পাই। সব সময় সাপোর্ট করবেন। ধন্যবাদ।"
