গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

গ্রেভসের দ্বিশতক, রোচের লড়াইয়ে ড্রয়ে বাঁচল ওয়েস্ট ইন্ডিজ

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পঞ্চম ও শেষ দিনে জাস্টিন গ্রেভসের অপরাজিত ২০২ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজকে নিশ্চিত করল মূল্যবান এক ড্র। পাশাপাশি শাই হোপের ১৪০ রান ও কেমার রোচের অপরাজিত ৫৮ রানের অবদানেও বড় লক্ষ্য তাড়া করে লড়াই টিকিয়ে রাখে অতিথিরা।

৫৩১ রানের অসম্ভব লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে ৭২ রানে ৪ উইকেট হারিয়ে হারের দ্বারপ্রান্তে পৌছে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দারুণ ব্যাটিং করে শতক তুলে নেন শাই হোপ।

পঞ্চম দিনের শুরুতেই হোপ আউট হয়ে গেলে আবারো চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এরপর তেভিন ইমলাকও ফিরে গেলে ২৭৭ রানে ৬ উইকেট হারিয়ে বিপদে পড়ে ক্যারিবীয়রা। তবে সপ্তম উইকেট জুটিতে গ্রেভস ও রোচ দেখান দারুণ ধৈর্য ও স্থিরতা। দুইজনের লড়াকু পারফরম্যান্সে শেষ পর্যন্ত আর কোনো ঝুঁকিতে পড়তে হয়নি দলকে।

দিনের বড় স্বস্তি ছিলেন রোচ। পুরো টেস্টে পাঁচ উইকেট নেওয়া এই পেসার ব্যাট হাতে অবিচল থেকে প্রয়োজনীয় মুহূর্তে সহজ বলগুলো বাউন্ডারিতে পাঠান। অন্যদিকে দুইজন গুরুত্বপূর্ণ পেসার, বিশেষ করে ম্যাট হেনরি চোটে ছিটকে যাওয়ায় স্বাগতিকদের আক্রমণ শক্তি কমে পড়ে এবং ক্যারিবীয়দের প্রতিরোধ ভাঙতে ব্যর্থ হয় কিউইরা।

ফলে নির্ধারিত শেষ সেশন পর্যন্ত ক্রিজে টিকে থেকে ম্যাচটি ড্র করেই মাঠ ছাড়ে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচ সেরা হন জাস্টিন গ্রেভস।