জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

জয়সূচক লড়াইয়ে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে সিরিজ ভারতের

বিশাখাপত্তনমে রবিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে ভারত। 

প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪৭.৫ ওভারে অলআউট হয় ২৭০ রানে। জবাবে মাত্র ৩৯.৫ ওভারেই ১ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত।

দক্ষিণ আফ্রিকার ইনিংসে ভরসা জোগায় কুইন্টন ডি কক ও অধিনায়ক টেম্বা বাভুমার ১১৩ রানের জুটি। ডি কক ৮৯ বলে ১০৬ রানের ঝকঝকে সেঞ্চুরি করেন, যেখানে ছিল আটটি চার ও ছয়টি ছক্কা। তবে এই জুটি ভাঙার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। প্রাসিধ কৃষ্ণ ৪–৬৬ ও কুলদীপ যাদব ৪–৪১ নিয়ে ভারতের সেরা বোলার হন।

টার্গেট তাড়া করতে নেমে ভারত শুরু থেকেই আধিপত্য দেখায়। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল গড়েন ১৫৫ রানের উদ্বোধনী জুটি। ৭৩ বলে ৭৫ রান করে আউট হন শর্মা। এরপর জয়সওয়ালকে সঙ্গ দেন ভিরাট কোহলি। দুজনে মিলে আরও ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

জয়সওয়াল শেষ পর্যন্ত অপরাজিত ১২১ বলে ১১৬ রান করেন (১২ চার, ২ ছয়)। কোহলি খেলেন ৪৫ বলে অপরাজিত ৬৫ রানের ঝড়ো ইনিংস।

৩৯.৫ ওভারে ২৭১/১ তে পৌঁছে ভারত ৯ উইকেটের দাপুটে জয় নিয়ে সিরিজ জিতে নেয়।