স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 1 ঘন্টা আগে আপডেট: 9 মিনিট আগে
স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ

স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ

স্টার্কের দাপটে চাপে ইংল্যান্ড, তৃতীয় দিনে অস্ট্রেলিয়ার দৃঢ় নিয়ন্ত্রণ

ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তৃতীয় দিনের শেষে চাপে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪/৬ স্কোরে দিন শেষ করেছে তারা, এখনো পিছিয়ে ৪৩ রানে। ডিনারের পরপরই অতিথিরা দ্রুত উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে।

দিনের শেষ সেশনে মিচেল স্টার্ক তুলে নেন ইংলিশ ব্যাটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ উইকেট জো রুটকে (১৫)। লাঞ্চে রান পাওয়া জ্যাক ক্রলি (৪৪) ও অলি পোপ (২৬) কে তুলে নেন মাইকেল নেসার। স্কট বোল্যান্ড ফিরিয়ে দেন বেন ডাকেটকে (১৫)। এর আগে ডিনার পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলেছিল ক্রলি-ডাকেট জুটি।

ডিনারের আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৫১১ রানে। ১৭৭ রানের লিড নিশ্চিত করেন মিচেল স্টার্ক, যিনি নবম উইকেটে নেমে খেলেন ৭৭ রানের ঝড়ো ইনিংস। যা গ্যাবায় কোনো নম্বর ৯ ব্যাটারের সর্বোচ্চ স্কোর।

দিনের শুরুতে ৩৭৮/৬ স্কোর থেকে ব্যাটিং শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ক্যারি (৪৬*) ও নেসার (১৫*) অস্ট্রেলিয়ার লিড ৪৪ এ নিয়ে গিয়েছিলেন। টপ অর্ডারে জেক ওয়েদারাল্ড (৭২), মার্নাস লাবুশেন (৬৫) ও স্টিভ স্মিথ (৬১) এর পরিপাটি ব্যাটিং অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখে।

এক পর্যায়ে অস্ট্রেলিয়া ২৯১/৩ এ পুরো নিয়ন্ত্রণে ছিল। তখন ব্রাইডন কার্সের আক্রমনে একটু নড়বড়ে হয় অজিরা। চার বলে ক্যামেরন গ্রিন (৪৫) ও স্মিথকে ফিরিয়ে ইংল্যান্ড কিছুটা স্বস্তি পেলেও ম্যাচের নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতেই থাকে।

ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় দিনের দ্বিতীয় ওভারেই। ৩২৫/৯ থেকে খেলা শুরু করে স্কোর ৩৩৪ এ থামে। জো রুট অপরাজিত থাকেন। শেষ জুটিতে আর্চারের (৩৮) সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ জুটি দলকে লড়াইয়ে রাখে। তবে স্টার্কের ৬/৭৫ এর বিধ্বংসী স্পেলেই ইংল্যান্ড পিছিয়ে পড়ে ম্যাচে।