Image

এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

এশিয়া কাপের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

নারী এশিয়া কাপে রুমানা, জাহানারাকে নিয়ে বাংলাদেশের দল ঘোষণা। ওপেনার ইশমা তানজিম এবং বাঁহাতি স্পিনার সাবিকুন নাহারকেও ডাকা হয়েছে এশিয়া কাপ অভিযানে। এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী মাসে শুরু হতে যাওয়া নারী এশিয়া কাপের স্কোয়াডে এক বছরেরও বেশি সময় দলের বাইরে থাকা রুমানা আহমেদ ও জাহানারা আলমের অভিজ্ঞ জুটিকে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট। অলরাউন্ডার রুমানা এবং পেসার জাহানারা যথাক্রমে ১৩৪ এবং ১৩০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। 

রুমানা আহমেদ বাংলাদেশের হয়ে সর্বশেষ খেলেছেন এক বছরেরও বেশি সময় আগে। জাহানারা এই মৌসুমের ঢাকা প্রিমিয়ার ডিভিশন উইমেনস ক্রিকেট লিগে (ডিপিডিডব্লিউসিএল) নয় ম্যাচে ২৫ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন, যেখানে লেগ-স্পিনার রুমানার দখলে ১৭ উইকেট।

মে মাসে ভারতের বিপক্ষে খেলা দল থেকে হাবিবা ইসলাম, ফাহিমা খাতুন, শোভনা মোস্তারি এবং ফারিহা তৃষ্ণাকে বাদ দেওয়া হয়েছে। 

২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে, এরপর ২২ ও ২৪ জুলাই যথাক্রমে থাইল্যান্ড ও মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড-

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক, উইকেটকিপার), নাহিদা আক্তার, মুর্শিদা খাতুন, দিলারা আক্তার, রুমানা আহমেদ, রিতু মনি, মারুফা আক্তার, জাহানারা আলম, রাবেয়া খান, সুলতানা খাতুন, রুবিয়া হায়দার, স্বর্ণা আক্তার, ইসমা তানজিম, সাবিক নাহার ও শরীফা খাতুন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three