স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় ম্যাচ জিতল বাংলাদেশ নারী দল
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যারেরন জোন্সকে আইসিসির সকল ক্রিকেট থেকে নিষিদ্ধ করল আইসিসি
-
2
পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা
-
3
প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারাল পাকিস্তান
-
4
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ নির্ধারিত
-
5
নির্ধারিত হল টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় ম্যাচ জিতল বাংলাদেশ নারী দল
স্কটল্যান্ডকে উড়িয়ে টানা ছয় ম্যাচ জিতল বাংলাদেশ নারী দল
নেপালের কীর্তিপুরে ব্যাট–বল দুই বিভাগেই একচেটিয়া আধিপত্য দেখিয়ে স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি–টোয়েন্টি ক্রিকেটে নিজেদের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় রান গড়ার ম্যাচে রেকর্ড ব্যবধানে জয় তুলে নিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।
শুক্রবার (৩০ জানুয়ারি) এই জয়ের মাধ্যমে চলমান বাছাইপর্বে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়েছে বাংলাদেশ নারী দল। ত্রিভুবন ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে স্কটল্যান্ডকে ৯০ রানের বিশাল ব্যবধানে হারায় তারা।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস। দুজনের দৃঢ় জুটিতে দ্রুত এগোয় দলের স্কোর। দিলারা ২৮ বলে ৩৯ এবং জুয়াইরিয়া ২২ রান করে ফিরলেও তাদের ৬৭ রানের জুটি শক্ত ভিত গড়ে দেয়।
মাঝপথে কয়েকটি উইকেট হারিয়ে চাপ তৈরি হলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও সোবহানা মোস্তারির ব্যাটে আবার ছন্দ ফিরে পায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে শতরানের জুটি গড়ে দলের রান বড় সংগ্রহে নিয়ে যান তারা। জ্যোতি ৩৫ বলে ৫টি চার ও ৩টি ছক্কায় করেন ৫৬ রান, আর সোবহানা ২৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় করেন ৪৭। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৯১ রান।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ধসে পড়ে স্কটল্যান্ডের ইনিংস। প্রথম বলেই উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। মারুফা আক্তারের গতিময় বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্কটিশ ব্যাটাররা। মারুফা নেন ৩টি উইকেট, আর স্বর্ণা আক্তার শিকার করেন ২টি।
স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন পিপা স্প্রাউল, মেগান ম্যাককল যোগ করেন ২০ রান। শেষ পর্যন্ত ২০ ওভারে মাত্র ১০১ রানেই অলআউট হয়ে যায় তারা।
