টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 6 মিনিট আগে
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর

টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর

টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর

বাংলাদেশ প্রিমিয়ার লিগে রোমাঞ্চকর লড়াইয়ে রংপুর রাইডার্সকে ৯ রানে হারিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। ৬ ম্যাচ হারের পর বিপিএলে প্রথম বার জয়ের দেখা পেলো দলটি। নির্ধারিত ২০ ওভারের ম্যাচে ব্যাটে-বলে দুই দলের সমানতালে লড়াই হলেও শেষ পর্যন্ত নোয়াখালীর বোলারদের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় তারা।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেস প্রথম উইকেট হারায় ২৫ রানে। সৌম্য সরকার করেন ৩১ এবং হাবিবুর রহমান সোহান করেন ৩০ রান। জাকের আলী খেলেন ৩৮ রানের ইনিংস। আর শেষ দিকে অঙ্কনের ২৮ রান ছাড়া আর কেউ তেমন কিছু করতে পারেনি।

নির্ধারিত ওভারের আগেই ১৯.৫ ওভারে সব উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। রংপুরের বোলাররা শুরু থেকে শেষ পর্যন্ত আক্রমণাত্মক বোলিং করে নোয়াখালীর ব্যাটিং লাইনআপকে চাপে রাখে। মৃত্যুনঞ্জয় চৌধুরী হ্যাটট্রিক করেন এবং মুস্তাফিজুর রহমান শিকার করেন ৩ উইকেট।

১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর রাইডার্স ভালো সূচনা পায়নি। শুরুতেই মালান এবং লিটন দাসের উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে দলটি। এরপর মাঝের ওভার গুলোতে কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা হলেও প্রয়োজনীয় রান তোলার গতি ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তাওহীদ হৃদয় ২৯ এবং ইফতেখার আহমেদ ৩৭ রান করে আউট হন। শেষ দিকে সমীকরণ নাগালের মধ্যে থাকলেও নোয়াখালীর বোলাররা গুরুত্বপূর্ণ মুহূর্তে একের পর এক উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রাখে। খুশদিলের ২৪ রান ও আর কোনো কাজে আসেনি। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৩৯ রানেই থামে রংপুর। ৪ উইকেট শিকার করে ম্যাচ সেরা হন হাসান মাহমুদ