শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 11 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
পঞ্চম টেস্ট জিতে অ্যাশেজ সিরিজে ৪-১ ব্যবধানে অস্ট্রেলিয়ার আধিপত্য
-
2
প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারাল পাকিস্তান
-
3
রাজশাহীর বিপক্ষে পরাজয়ে বিপিএলে টানা ৬ হারের মুখ দেখলো নোয়াখালী
-
4
ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারালো সিলেট টাইটান্স
-
5
টানা ৬ হারের পর রংপুরকে ৯ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পেলো নোয়াখালীর
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
শান্তের চোখে বাংলাদেশের বিশ্বকাপ: অভিনয় নয়, মানসিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ
বিশ্বকাপ শুরু হতে আর এক মাসের কম সময় বাকি, কিন্তু বাংলাদেশের অংশগ্রহণও এখনও নিশ্চিত নয়। মাঠের ক্রিকেটের চমকপ্রদ মুহূর্তের বদলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশের ক্রিকেটের অস্থিরতা ও বিতর্ক। খেলোয়াড়রা মানসিকভাবে প্রস্তুত হওয়ার আগে বিভিন্ন ঘটনা ও সিদ্ধান্তের চাপ মোকাবিলা করছেন, যা ভবিষ্যতের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্ত এবার বিশ্বকাপ স্কোয়াডে নেই। তবে তিনি দেশের ক্রিকেট পরিস্থিতি ঘিরে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন। সিলেটে বিপিএল ম্যাচ শেষে রাজশাহী অধিনায়কের দায়িত্ব পালনরত শান্ত বলেন,
"আমাদের বিশ্বকাপের ফলাফল যদি দেখেন, কোনোবারই আমরা অনেক ভালো ক্রিকেট খেলিনি। গত বছর বিশ্বকাপে আমরা ভালো করেছি, তবে আরও ভালো করার সুযোগ ছিল। আমরা পারিনি। কিন্তু আপনি দেখবেন, প্রতিটি বিশ্বকাপের আগে কিছু না কিছু ঘটে আমাদের। আমি দু-তিনটি বিশ্বকাপ যা-ই খেলেছি, এই জিনিসগুলোর প্রভাব পড়ে।"
শান্তের মতে, ক্রিকেটাররা মাঠে পেশাদারিত্ব দেখালেও ভিতরে সবসময় মানসিক চাপ থাকে। তিনি সতর্ক করে বলেন,
"আমরা অভিনয় করি যে, ‘নাহ, আমাদের কিছু হয় না, আমরা দারুণ পেশাদার ক্রিকেটার।’ কিন্তু আপনারাও জানেন, আমরা অভিনয় করি। এটা সহজ নয়। ক্রিকেটাররা এরপরও অবশ্যই চেষ্টা করে ওসবকে দূরে রেখে দলের জন্য পারফর্ম করতে। তবে এসব না হলেই ভালো।"
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, শান্ত দলের জন্য ইতিবাচক বার্তা দিতে চান। তিনি বলেন, "তার পরও আমি বলব, অভিনয় করে করে হলেও ভালো মানসিকতাটা নিয়ে বিশ্বকাপে যদি আমরা যাই, যেখানেই খেলি, ওখানে চেষ্টা করা উচিত যে, কীভাবে আমি দলের হয়ে ভালো করতে পারি।"
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড এখন ভিন্ন প্রেক্ষাপটে মানসিক চাপের মুখোমুখি। মাঠের প্রস্তুতির পাশাপাশি বিতর্ক মোকাবিলা ও মানসিক দৃঢ়তা ধরে রাখাই হবে এবারের দলের বড় চ্যালেঞ্জ।
তামিম ইকবাল প্রসঙ্গে চলমান অস্থিরতার প্রসঙ্গে শান্ত বলেন "(তামিম ইকবালকে এমন মন্তব্য করা) খুবই দুঃখজনক। আমরা এমন একটা মন্তব্য করে ফেললাম এমন একজনকে নিয়ে যিনি সাবেক অধিনায়ক এবং বাংলাদেশের অন্যতম সফল একজন ক্রিকেটার। আমাদের যেকোনো ক্রিকেটার হতে পারে, সফল হতে পারে সফল না-ও হতে পারে। সবাই প্রত্যাশা করে সম্মানটুকু। যে সেই সম্মানের জায়গা আছে কিনা। এত বড় ক্রিকেটার। বাংলাদেশের হয়ে এত কিছু করেছেন। তাকে নিয়ে এ ধরনের কথা বলে ফেলা।"
