Image

কোহলি, রোহিতকে পেছনে ফেলে রাজার ইতিহাস

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 4 মিনিট আগে
কোহলি, রোহিতকে পেছনে ফেলে রাজার ইতিহাস

কোহলি, রোহিতকে পেছনে ফেলে রাজার ইতিহাস

কোহলি, রোহিতকে পেছনে ফেলে রাজার ইতিহাস

জিম্বাবুয়ের ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ছোট দলের বড় তারকা খ্যাত অলরাউন্ডার সিকান্দার রাজা। দিনকে দিন নিজের নামের পাশে নতুন নতুন রেকর্ড গড়ছেন তিনি। ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচসেরা হয়ে পেছনে ফেললেন কিংবদন্তি কোহলিকেও। সেই সাথে নিজেকে নিয়ে গেছেন সবার শীর্ষে।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচসেরার রেকর্ড এখন রাজার দখলে। শ্রীলঙ্কার বিপক্ষে তার ম্যাচসেরা হওয়া এই মুহূর্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮তম। এর ফলে বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মোহাম্মদ নবী, রোহিত শর্মা সহ বাঘা বাঘা ক্রিকেটারদের ছাড়িয়ে গেলেন তিনি।

টেস্ট খেলুড়ে দেশের মধ্যে রাজাই এখন সর্বাধিক ম্যাচসেরা হওয়া ক্রিকেটার। তবে সবমিলিয়ে মালয়েশিয়ার বিরানদীপ সিং ১০২ ম্যাচে ২২ বার ম্যাচসেরা হয়ে সবার উপরে রয়েছেন। যদিও মালয়েশিয়া এখনও টেস্ট খেলুড়ে দেশ নয়।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে চার ওভারে ১১ রান দিয়ে ৩ উইকেট শিকার করে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছেন মাত্র ৮০ রানে। পরবর্তীতে ম্যাচটি হেসে খেলে জিতে নেয় রাজার জিম্বাবুয়ে।

আইসিসির পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বোচ্চ পাঁচজন ম্যাচ সেরা খেলোয়াড় হলেন-

১.সিকান্দার রাজা- ১৮ বার ম্যাচ সেরা
২.বিরাট কোহলি- ১৬ বার ম্যাচ সেরা
৩.সুর্যকুমার যাদব- ১৬ বার ম্যাচ সেরা
৪.মোহাম্মদ নবী- ১৪ বার ম্যাচ সেরা
৫.রোহিত শর্মা- ১৪ বার ম্যাচ সেরা
 

Details Bottom