Image

এশিয়ার সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 4 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
এশিয়ার সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান

এশিয়ার সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান

এশিয়ার সর্বকালের সেরা একাদশে সাকিব আল হাসান

বিশ্ব ক্রিকেটে বাংলাদেশকে চিনিয়েছেন যে এক নাম, তিনি সাকিব আল হাসান। সেই সাকিব এবার জায়গা করে নিয়েছেন ক্রিকেটের মর্যাদাপূর্ণ তালিকায়- ইএসপিএনক্রিকইনফো নির্বাচিত সর্বকালের সেরা এশিয়া টি-টোয়েন্টি একাদশে।

আর মাত্র একদিন পর শুরু হচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর। তবে এবারের টুর্নামেন্টে দেখা যাবে না সাকিবকে। কিন্তু ক্রিকেট বিশ্বে তার অবদান ও পারফরম্যান্সই তাকে তুলে দিয়েছে অনন্য উচ্চতায়। সর্বকালের সেরা এশিয়া একাদশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি তিনি।

জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো এশিয়ার সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ প্রকাশ করেছে। একাদশ গঠনে তারা দুটি বিশেষ মানদণ্ড নির্ধারণ করে। প্রথমত, শুধু আন্তর্জাতিক টি-টোয়েন্টি নয়- সব ধরনের টি-টোয়েন্টিতে খেলোয়াড়দের পারফরম্যান্সকে গুরুত্ব দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, একটি দেশ থেকে সর্বোচ্চ চারজন খেলোয়াড় নেওয়ার নিয়ম রাখা হয়। এই তালিকায় বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। যেখানে দলটির নেতৃত্বে থাকবেন ভারতের মহেন্দ্র সিং ধোনি।

ওপেনিংয়ে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার দুই কিংবদন্তি ব্যাটার সনাথ জয়সুরিয়া ও মাহেলা জয়াবর্ধনে। তিন ও চার নম্বরে আছেন ভারতের আধুনিক ক্রিকেটের দুই তারকা বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদব। পাঁচ নম্বরে আছেন অধিনায়ক ও উইকেটরক্ষকের ভূমিকায় আরেক ভারতীয় কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনি।

ছয় নম্বরে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি, সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সাত নম্বরে পাকিস্তানের ‘বুম বুম’ শহিদ আফ্রিদি। আট নম্বরে আছেন আফগানিস্তানের জাদুকর স্পিনার রশিদ খান। নয়ে পাকিস্তানের গতিময় পেসার উমর গুল। দশে ভারতের ভয়ঙ্কর ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহ। আর এগারো নম্বরে আছেন শ্রীলঙ্কার ইয়র্কার মাস্টার লাসিথ মালিঙ্গা। দ্বাদশ সদস্য হিসেবে জায়গা পেয়েছেন পাকিস্তানের অফ-স্পিনার সাঈদ আজমল।

ক্রিকইনফোর সর্বকালের সেরা এশিয়া কাপ একাদশ:

সানাৎ জয়াসুরিয়া, মাহেলা জয়াবর্ধনে, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), সাকিব আল হাসান, শহীদ আফ্রিদি, রশিদ খান, উমর গুল, জসপ্রীত বুমরাহ ও লাসিথ মালিঙ্গা।
 

Details Bottom