Image

তাসকিনের বিদেশ যাত্রা, বিমানবন্দরে আবেগঘন বিদায়

৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল

প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 3 মিনিট আগে
তাসকিনের বিদেশ যাত্রা, বিমানবন্দরে আবেগঘন বিদায়

তাসকিনের বিদেশ যাত্রা, বিমানবন্দরে আবেগঘন বিদায়

তাসকিনের বিদেশ যাত্রা, বিমানবন্দরে আবেগঘন বিদায়

দেশ ছাড়ছেন জাতীয় দলের ক্রিকেটাররা, গন্তব্য এশিয়া কাপের মঞ্চ। প্রতিবারের মতো এবারও প্রিয় ক্রিকেটারদের বিদায় জানাতে হাজির পরিবারের সদস্যরা। তেমনি পরিবারের ভালোবাসায় ঘেরা এক মুহূর্তের সাক্ষী হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বাংলাদেশ দলের ফাস্ট বোলার তাসকিন আহমেদকে বিদায় জানাতে এসেছিলেন তাঁর বাবা আব্দুর রশিদ, স্ত্রী এবং ছোট্ট কন্যা।

সাংবাদিকদের প্রশ্নে মিষ্টি প্রতিক্রিয়া জানায় তাসকিনের ছোট্ট মেয়ে। “বাবা কোথায় যাচ্ছে, জানো?” প্রশ্ন শুনে মাথা নেড়ে সম্মতি জানায় সে। এরপর আবার প্রশ্ন করা হলে, সরল স্বরে বলে ফেলে, “খেলতে যাচ্ছেন!”

তাসকিনের স্ত্রী জানালেন, বাবাকে দূরে যেতে দেখে মন খারাপ করেছে ছোট্ট মেয়েটির। “ওর মন খারাপ”, বলছিলেন মৃদু হেসে, চোখে যেন ছিল একটা শূন্যতা।

তবে তাসকিনের বাবা আব্দুর রশিদের মুখে ছিল গর্ব আর আশার আলো। "খুব ভালো লাগে। ভালো লাগে বলেই বারবার ছেলেকে বিদায় জানাতে আসি," বলেন তিনি।

এশিয়া কাপ নিয়ে আশাবাদী এই গর্বিত পিতা। দেশের মানুষের কাছে সন্তানের জন্য দোয়া চেয়ে বলেন, “ইনশাআল্লাহ, এবার বাংলাদেশ কিছু একটা করবে। দেশবাসীর কাছে দোয়া চাই, আমাদের বাচ্চারা যেন ভালো কিছু করে।”
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three