Image

আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 10 মিনিট আগে
আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট

আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট

আফগানিস্তান বাংলাদেশের সঙ্গে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, এরপর পাকিস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্ট

আগামী অক্টোবর মাসে বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দল সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। সিরিজটি মোট ছয়টি ম্যাচের হবে এবং এশিয়া কাপের পর অনুষ্ঠিত হবে।

সিরিজ শেষ হওয়ার পর আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজে অংশ নেবে। আগামী নভেম্বর মাসে পাকিস্তানে অনুষ্ঠিত হবে এই সিরিজ, যেখানে আফগানিস্তান ছাড়াও পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেবে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড আজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই তথ্য নিশ্চিত করেছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের আয়োজনে সিরিজটি সাতটি ম্যাচের হবে। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুইবার করে খেলবে এবং এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে। টুর্নামেন্ট শুরু হবে ১৭ নভেম্বর এবং ফাইনাল ২৯ নভেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান বলেন, “শীর্ষ দলগুলোর বিপক্ষে নিয়মিত খেলা আমাদের জন্য ইতিবাচক দিক। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই ম্যাচগুলো আদর্শ প্রস্তুতির সুযোগ হবে। আমি আশা করি, আফগানিস্তান ভালো খেলবে এবং আমাদের সমর্থকেরা সিরিজটি উপভোগ করবেন।”

এদিকে এশিয়া কাপের আগে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে একটি ত্রিদেশীয় সিরিজ চলছে। সেখানে আজ আফগানিস্তান ফাইনালে পাকিস্তানের বিপক্ষে খেলবে। এশিয়া কাপে আফগানিস্তান বি গ্রুপে অংশ নেবে এবং তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও হংকং। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচ খেলবে হংকংয়ের বিপক্ষে, যা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three