তানজিম সাকিবের টেস্ট অভিষেক, চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

তানজিম সাকিবের টেস্ট অভিষেক, চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
তানজিম সাকিবের টেস্ট অভিষেক, চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে
সিলেট টেস্টে ৩ উইকেটে হেরে বাংলাদেশ ১–০ ব্যবধানে পিছিয়ে গেছে। সিরিজে সমতা আনতে দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর দলকে জিততেই হবে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আজ থেকে মাঠে গড়াবে দ্বিতীয় টেস্ট। চট্টগ্রামে টেস্টে অভিষেক পেসার তানজিম হাসান সাকিবের।
টসে জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিন। ওপেনার এনামুল হক বিজয়কে সেরা একাদশে জায়গা দিতে বাদ পড়লেন মাহমুদুল হাসান জয়। পিএসএলে খেলতে নাহিদ রানা পাকিস্তানে যাওয়াতে পেসার তানজিম হাসান সাকিবের টেস্ট অভিষেক। খালেদ আহমেদের পরিবর্তে একজন বাড়তি স্পিনার সেরা একাদশে, নাঈম হাসান।
বাংলাদেশের মাঠে আরেকটি জয়ের আশায় জিম্বাবুয়ে। অন্যদিকেম সিরিজে সমতা আনতে হলে এই দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর দলকে জিততেই হবে। চট্টগ্রামে এনামুল বিজয় সাদমান ইসলামের ওপেনিংয়ের সঙ্গী। যেহেতু নাহিদ রানা নেই, তানজিমকে দিয়ে এই ঘাটতি পূরণের চিন্তা হচ্ছে।
বিপরীতে, জিম্বাবুয়েও তাদের সেরা একাদশে দুই পরিবর্তন এনেছে। ভিক্টর নিয়াউচি ও নিয়াশা মায়াভোর জায়গায় খেলছেন ভিনসেন্ট মাসেকেসা (অভিষেক) এবং তাফাদজওয়া সিগা।
সকাল ১০টায় শুরু হওয়া ম্যাচটি বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।
বাংলাদেশ একাদশ-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), এনামুল হক বিজয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক (উইকেটকিপার), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, নাঈম হাসান।
জিম্বাবুয়ে একাদশ-
ক্রেগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কুরান, শন উইলিয়ামস, ওয়েসলি মাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, তাফাদজওয়া সিগা (উইকেটকিপার), ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিকোলাস ওয়েলচ ও ভিনসেন্ট মাসেকেসা।