Image

আবার শাস্তির মুখে তাওহীদ হৃদয়, ১ ডিমেরিট ও ১০ হাজার টাকা জরিমানা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আবার শাস্তির মুখে তাওহীদ হৃদয়, ১ ডিমেরিট ও ১০ হাজার টাকা জরিমানা

আবার শাস্তির মুখে তাওহীদ হৃদয়, ১ ডিমেরিট ও ১০ হাজার টাকা জরিমানা

আবার শাস্তির মুখে তাওহীদ হৃদয়, ১ ডিমেরিট ও ১০ হাজার টাকা জরিমানা

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গুরুত্বপূর্ণ মুহূর্তে বড় ধাক্কা খেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। অনেক জল্পনা কল্পনার পর আজ দলের অধিনায়ক তাওহীদ হৃদয় মাঠে নামার পরই নতুন করে শাস্তির মুখে পড়েছেন। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় তাকে লেভেল -১ অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, পাশাপাশি নামের পাশে যুক্ত হয়েছে আরও ১টি ডিমেরিট পয়েন্ট।

এর ফলে হৃদয়ের মোট ডিমেরিট পয়েন্ট দাঁড়াল ৮, যা স্বয়ংক্রিয়ভাবে চার ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি ডেকে আনে। ফলে আসন্ন শিরোপা নির্ধারণী ম্যাচে আবাহনীর বিপক্ষে মোহামেডানের জার্সিতে আর দেখা না যাওয়ার কথা জাতীয় দলের এই ব্যাটারকে। তবে বিসিবির পক্ষ থেকে অফিসিয়াল কোনো ঘোষণা এখনো আসেনি।

গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে আউট হওয়ার পর উইকেটে দাঁড়িয়ে মাথা নাড়ানোর মাধ্যমে অসন্তোষ প্রকাশ করেন হৃদয়, যা মাঠের শৃঙ্খলার নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়। এই অপরাধের কারণেই তাকে নতুন করে শাস্তির আওতায় আনা হয়েছে।

মোহামেডানের জন্য হৃদয়ের অনুপস্থিতি যে বড় একটি ধাক্কা, তা বলাই বাহুল্য। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাকে হারিয়ে দলের ভারসাম্যেও প্রভাব পড়তে পারে।

মোহামেডানের পরবর্তী ম্যাচ আবাহনী লিমিটেডের বিপক্ষে। আবাহনী রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে অন্যদিকে সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মোহামেডান। ২৯ তারিখে এই দুই প্রতিপক্ষের ম্যাচ তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে৷ তাই মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয় খেলতে না পারলে তা হতে পারে মোহামেডানের জন্য বড় বিপদ।

উল্লেখ্য, এর আগে আম্পায়ারের সাথে অসদাচরণের জন্য ২ ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন হৃদয়। পরবর্তীতে তা কমিয়ে ১ ম্যাচ করা হয়। কিন্তু অজানা কারণে তাকে আবারো নিষিদ্ধ করা হয়। তবে নাটকের ক্লাইম্যাক্সে তাকে আবারো খেলার জন্য অনুমতি দেয় হয়।

Details Bottom
Details ad One
Details Two
Details Three