আইপিএল রেখে ছুটি কাটাতে মালদ্বীপে সানরাইজার্স হায়দ্রাবাদ

আইপিএল রেখে ছুটি কাটাতে মালদ্বীপে সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএল রেখে ছুটি কাটাতে মালদ্বীপে সানরাইজার্স হায়দ্রাবাদ
আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের পরের ম্যাচ আগামী ২ মে। মাঝের এই ব্রেকে মালদ্বীপে ছুটি কাটাতে গেল পুরো দল। দেশে আইপিএলের ধুম থাকলেও ঈশান কিশান-অভিষেক শর্মারা এখন মালদ্বীপে ছুটির মেজাজে, কয়েকদিনের জন্য ক্রিকেট ভুলে চিল মুডে।
গত ২৫ এপ্রিল রাতে চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয়ে লাভ হয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের। আইপিএলের প্লে-অফ দৌড়েও টিকে রয়েছে প্যাট কামিন্সের দলটি। তাদের পরের ম্যাচ আহমেদাবাদে আগামী ২ মে, প্রতিপক্ষ গুজরাট টাইটান্স।
মাঝের এই সময়ে ভারতে বসে না থেকে রিফ্রেশমেন্টের জন্য পুরো দল গতকাল মালদ্বীপে গিয়ে পৌঁছেছে। ঘুরতে যাওয়ার ভিডিও শেয়ার করল হায়দ্রাবাদ ফ্র্যাঞ্চাইজি। সেখানে রিসোর্টে যাওয়ার পথে ক্রিকেটারদের আনন্দে মেতে থাকতে দেখা গেছে।
চেন্নাইয়ের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতেই তুলে নেয় হায়দ্রাবাদ। এটি সানরাইজার্সের তৃতীয় জয়। যদিও তাদের প্লে-অফের পথ সুগম নয়।