শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে ৯৮ রানে হারল বাংলাদেশ

শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে ৯৮ রানে হারল বাংলাদেশ
শ্রীলঙ্কায় প্রথম ওয়ানডেতে ৯৮ রানে হারল বাংলাদেশ
শ্রীলঙ্কায় হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টাইগার যুবারা স্বাগতিকদের কাছে হেরেছে ৯৮ রানের বড় ব্যবধানে। ৫ উইকেট নিয়ে বিঘ্নেশ্বরন আকাশ একাই ভেঙে দেন বাংলাদেশের ব্যাটিং অর্ডার। ৩৩.৩ ওভার খেলতেই বাংলাদেশ অলআউট ১৪৩ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল ২৪১ রানের বড় সংগ্রহ দাঁড় করায়। ১১৪-৬ থেকে ২৪১-৬ করে থামে লঙ্কানরা। বাংলাদেশের ব্যাটিং ইনিংসে ঘটেছে ঠিক তার উল্টো, ১ উইকেটে ৭৪ রানে থাকা বাংলাদেশ দলীয় ৯০ রানে যেতে হারায় ৫ উইকেট। এমন বিপর্যয়ের পর এরপর আর টাইগাররা ম্যাচের লড়াইয়ে ফিরতে পারেনি।
চামিকা হীনাতিগালা আর কাভিজা গামাগের ১২৭ রানের জুটির জবাব ছিল বাংলাদেশের বোলারদের কাছে। ৯৩ বলে ৭৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন চামিকা। দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে বড় ভূমিকা রাখেন গামাগে। ৫৯ বল খেলা কাভিজা গামাগের ব্যাট থেকে আসে গুরুত্বপূর্ণ ৬০ রান। এই জুটি ভাঙতে কোনপ্রকার সুযোগই তৈরি করতে পারেনি আজিজুল হাকিমের দল। ইকবাল হাসান ইমন পাওয়ার প্লেতেই তুলে নেন প্রতিপক্ষের দুই ওপেনারের উইকেট। এরপর আর উইকেটের দেখা পাননি এই পেসার।
রিজান, আল ফাহাদ, দেবাশীষ দেবারা মাঝের ওভার গুলোতে উইকেট পেলেও শেষদিকে দলকে ফেলেন অস্বস্তিতে। অল্পতে গুঁটিয়ে যাওয়ার শঙ্কা জাগিয়ে শ্রীলঙ্কা শেষ পর্যন্ত রান জমা করল ২৪১।
এই রান টপকাতে নেমে বাংলাদেশের শক্তিশালী ব্যাটিং লাইন করে বসে অসহায় আত্মসমর্পণ। তবে জাওয়াদ আবরার, কালাম সিদ্দিকী, আজিজুল হাকিম তামিম ইনিংসের শুরুটা করেছিলেন দারুণভাবে। ১৪ রান করে জাওয়াদ ক্যাচ তুললে ভাঙে ২৯ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে অধিনায়ক তামিম সঙ্গী হন আরেক ওপেনার কালাম সিদ্দিকীর।
সেট হয়ে যাওয়া তামিমকে বিদায় নেন জাওয়াদের মতোই। প্যাভিলিয়নে ফেরার অধিনায়কের ব্যাট থেকে স্কোরবোর্ডে যোগ হয় ২৪ রান। বিঘ্নেশ্বরন আকাশ এরপর অ্যাকশনে পরপর দুই ওভারে শিকার করেন আরও দুই উইকেট। শাহরিয়ার আহমেদ, রিজান হোসেন; দু'জনের কেউই রানের খাতা খুলতে পারেননি। ৬ রান করা দেবাশীষ দেবা হন বিঘ্নেশ্বরন আকাশের চতুর্থ শিকার।
এরপর উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ আব্দুল্লাহকে ফিরিয়ে ফাইফার পূর্ণ করেন বিঘ্নেশ্বরন আকাশ। অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলার সময়ও বিঘ্নেশ্বরন আকাশ বাংলাদেশ ম্যাচে ফাইফারের স্বাদ পান। ধুঁকতে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল থামে মাত্র ১৪৩ রান করে।
৯৮ রানের পরাজয়ে সিরিজে ১-০'তে পিছিয়ে গেল আজিজুল হাকিম তামিমের দল। ২৮ এপ্রিল মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে।