Image

আইসিসির পক্ষ থেকে আসা সম্মাননা পেলেন ডেভিড বুন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির পক্ষ থেকে আসা সম্মাননা পেলেন ডেভিড বুন

আইসিসির পক্ষ থেকে আসা সম্মাননা পেলেন ডেভিড বুন

আইসিসির পক্ষ থেকে আসা সম্মাননা পেলেন ডেভিড বুন

বাংলাদেশ-জিম্বাবুয়ের শুরু হওয়া চট্টগ্রাম টেস্ট দিয়েই ম্যাচ রেফারি হিসেবে ১৪ বছরে বর্ণিল ক্যারিয়ারকে বিদায় বলতে যাচ্ছেন ডেভিড বুন। আইসিসির অভিজ্ঞ এই ম্যাচ রেফারির বিদায়ে আইসিসির পক্ষ হয়ে সম্মান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

ক্রিকেটে অসাধারণ অবদানের জন্য ডেভিড বুনকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়েছে বিসিবি। বোর্ড পরিচালক এবং ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে কৃতজ্ঞতা জানিয়ে দেওয়া সম্মাননা স্মারক প্রদান করেন। 

অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ বিশ্বকাপ জেতা ডেভিড বুন ২০১১ সাল থেকে ম্যাচ অফিশিয়াল হিসেবে যাত্রা শুরু করেন। চট্টগ্রাম টেস্ট দিয়ে ম্যাচ রেফারি হিসেবে বর্ণাঢ্য ক্যারিয়ারের সমাপ্তি টানছেন। 

বাংলাদেশ-জিম্বাবুয়ে এই ম্যাচ নিয়ে পর্যন্ত মোট ৮৭তম টেস্ট, ১৮৩টি ওয়ানডে ও ১১৯ টি-টোয়েন্টিতে ম্যাচ রেফারির দায়িত্বে থেকেছেন ডেভিড বুন। এবং এটিই এই ভূমিকায় তার শেষ উপস্থিতি।

বুন ১০৭টি টেস্ট এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচের সম্মাননাও অর্জন করেছেন। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three