শান্ত'র মতো করে সিমন্সও বললেন সবাইকে 'ধৈর্য ধরতে'

শান্ত'র মতো করে সিমন্সও বললেন সবাইকে 'ধৈর্য ধরতে'
শান্ত'র মতো করে সিমন্সও বললেন সবাইকে 'ধৈর্য ধরতে'
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অবস্থা খুব একটা ভালো নয় বিশেষ করে টেস্ট ফরম্যাটে। ঘরের মাঠে একের পর এক হারের মুখ দেখছে টাইগাররা। ৪ বছর পর জিম্বাবুয়ের মুখোমুখি হয়েও হেরেছে বাংলাদেশ। সমর্থকদের জন্য এ ও কি মেনে নেয়া সম্ভব? সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে এলাকার চায়ের দোকান সবখানেই তাই টাইগারদের পারফরম্যান্সে হতাশা প্রকাশ করছেন বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থকরা।
আগের এক সংবাদসম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত সেই সমর্থকদের বলেছিলেন ধৈয্য ধরতে। দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগের দিন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্সও সমর্থকদের বললেন ধৈর্য ধরতে।
"অবশ্যই ধৈর্য ধরতে বলব আমি। বিশেষ করে বাংলাদেশের ভক্তদের। আমি জানি সবার খেলার প্রতি প্যাশন, ভালোবাসা কত বেশি এখানে। সবাই চায় বাংলাদেশ আরও ভালো করুক। তবে আমি অনুরোধ করব ধৈর্য ধরতে। আমরা চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক কাজটা করে দিতে।"
এক সময় হোম এডভান্টেজ কাজে লাগিয়ে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মত বড় দলের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষেও বাংলাদেশ সেই পথে হাঁটবে কিনা প্রথম টেস্ট হেরে শান্তর স্পষ্ট জবাব ছিলো 'না'। পেসার নাহিদ রানা পিএসএলে চলে যাওয়ায় তার পরিবর্তে দলে নেয়া হয়েছে স্পিনার তানভির ইসলামকে। পেসারের পরিবর্তে স্পিনারকে দলে নেয়া কি কোনো ভাবে স্পিনিং উইকেট বানিয়ে হোম এডভান্টেজ নেয়ার পক্ষেই কথা বলছে?
কয়জন স্পিনার নিয়ে দ্বিতীয় টেস্টে মাঠে নামবে বাংলাদেশ এই প্রশ্নটা অবশ্য করা হয়েছিলো ফিল সিমন্সকে। উত্তরে তিনি বলেছেন, "(হাসি) হয় ৩ পেসার, ২ স্পিনার নয়ত ৩ স্পিনার ২ পেসার হবে। তবে নির্দিষ্ট করে এখনই বলতে পারছি না। ফাইনাল সিদ্ধান্ত পরে নিব আমরা।"