শ্রীলঙ্কাকে এবার ৯ উইকেটে হারাল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে এবার ৯ উইকেটে হারাল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে এবার ৯ উইকেটে হারাল বাংলাদেশ
শ্রীলঙ্কায় জুনিয়র টাইগারদের দারুণ কামব্যাক। আল ফাহাদের ৬ উইকেট শিকারের পর জাওয়াদ আবরারের সেঞ্চুরিতে দাপট দেখিয়ে বাংলাদেশ ম্যাচ জিতল ৯ উইকেটে, তাও আবার ১৫.৩ ওভার আগে। ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। অপরাজিত ১৩০ রানের ইনিংস খেলার পথে জাওয়াদ আবরার ১৪ বাউন্ডারির সাথে হাঁকান ৬টি ছক্কা।
ব্যাটিং ব্যর্থতায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ৯৮ রানের বড় ব্যবধানের পরাজয়য় দিয়ে সফর শুরু করে টাইগার যুবারা। তবে পরের ম্যাচেই দারুণভাবে ঘুরে দাঁড়াল আজিজুল হাকিম তামিমের দল। ওপেনার জাওয়াদ আবরার লঙ্কান বোলারদের ধ্বংসস্তূপ বানিয়ে চার-ছয়ের ঝড় বইয়ে দেন।
জাওয়াদ আবরারের সেঞ্চুরির পর ফিফটির দেখা পান অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এই জুটি হতাশা দিয়েই চলছে শ্রীলঙ্কাকে। স্বাগতিকদের দেওয়া ২১২ রানের টার্গেট বাংলাদেশ টপকায় ১৫.৩ ওভার ও ৯ উইকেট হাতে রেখে। ৮৯ বল খেলা তামিমের ব্যাট থেকে আসে ৬৯ রান। ওপেনার জাওয়াদ আবরার দলকে জিতিয়ে মাঠ ছাড়েন নামের পাশে ১৩০ রান নিয়ে। মাত্র ১০৬ বল খেলে ১৪ চার ও ৬ ছক্কায় এই অনিন্দ্য সুন্দর ইনিংস সাজান আবরার।
লঙ্কান যুবাদের হয়ে কেবল এক ব্যাটসম্যান খেলেন পঞ্চাশ ছোঁয়া ইনিংস। ২টি চারে ৯১ বলে ৫১ রান করেন চামিকা হিনাতিগালা। ৯.৫ ওভার বোলিং করে ১ মেডেনসহ একাই ৬ উইকেট নিয়েছেন পেসার আল ফাহাদ। বলতে গেলে লঙ্কান ব্যাটিং অর্ডার একাই ভেঙে দিয়েছেন ফাহাদ।
৪৪ রান খরচায় ফাহাদের ৬ উইকেট ছাড়াও জোড়া শিকার দখলে নেন আরেক পেসার ইকবাল হাসান ইমন। ধুঁকতে থাকা শ্রীলঙ্কা শেষ পর্যন্ত অলআউট হয়েছে ২১১ রানে।
রান তাড়ায় কালাম সিদ্দীকিকে (৫ রান) দ্রুত হারানোর ধাক্কা জাওয়াদ আবরার ও আজিজুল হাকিমের ব্যাটে মুহূর্তেই কাটিয়ে উঠে বাংলাদেশ। ৭২ বলে সেঞ্চুরি ছুঁয়েছেন জাওয়াদ। শতক হাঁকাতে জাওয়াদ ১২ বাউন্ডারির সাথে মারেন ৫টি ছক্কা।
ইনিংসের পঞ্চম ওভারের প্রথম ডেলিভারিতে উইকেট পাওয়া লঙ্কানরা এরপর আর বাংলাদেশের ব্যাটিং অর্ডারের কোনপ্রকার বিপদ ঘটাতে পারেনি। আগের ওয়ানডেতে ফাইফার শিকার করা বিঘ্নেস্বরণ আকাশ আজ ৭ ওভারে ৩৮ রান খরচ করলেও থাকেন উইকেটশূন্য।