Image

বিকেলে ইমার্জেন্সি বোর্ড মিটিং, বিসিবি কার্যালয়ের বদলে হবে জুম অ্যাপে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বিকেলে ইমার্জেন্সি বোর্ড মিটিং, বিসিবি কার্যালয়ের বদলে হবে জুম অ্যাপে

বিকেলে ইমার্জেন্সি বোর্ড মিটিং, বিসিবি কার্যালয়ের বদলে হবে জুম অ্যাপে

বিকেলে ইমার্জেন্সি বোর্ড মিটিং, বিসিবি কার্যালয়ের বদলে হবে জুম অ্যাপে

জুম অ্যাপে ডিজিটাল বোর্ড সভা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ বিকেল ৪টায় সভাপতি ফারুক আহমেদ ও বাকি পরিচালকদের অংশগ্রহণে জরুরি এই বোর্ড মিটিংটি হবে অনলাইনে। বেশ কয়েকটি বিষয় নিয়েই এদিন আলোচনায় বসবেন পরিচালকরা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এফডিআরের বিপুল অংকের অর্থ বিভিন্ন ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে স্থানান্তর নিয়ে বেশ আলোচনা চলছে দেশের ক্রিকেটাঙ্গনে। এই স্থানান্তর বিষয়ে গতকাল এক বিবৃতিতে ব্যাখ্যাও দিয়েছে বিসিবি। 

দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি আজ বিকেলে ইমার্জেন্সি মিটিংয়ের ডাক দিয়েছে। অনলাইনে সভায় যোগ দেবেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বাকি পরিচালকরা।

গতকাল বিসিবি তাদের পাঠানো বিবৃতিতে নিশ্চিত করে, বোর্ডের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে তুলে অন্য ব্যাংকে পুনরায় বিনিয়োগ করা হয়েছে। স্থায়ী আমানত থেকে মুনাফাও বেড়েছে। অভিযোগ করা হয়েছে, বোর্ড ও এর সভাপতি ফারুক আহমেদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে ভুল তথ্য ছড়ানো হয়েছিল।

সবশেষ গত ২৪ মার্চ বিসিবির সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তামিম ইকবালের অসুস্থতায় বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান। এরপর আর মিটিংয়ে বসতে পারেননি পরিচালকরা। 

এর আগের বোর্ড মিটিংয়ে খেলোয়াড়দের চুক্তিসহ, বিপিএলের মান ও ঘরোয়া ক্রিকেটকে এগিয়ে নিতে বেশ কয়েকটি সাহসী সিদ্ধান্ত নিয়েছিল ফারুক আহমেদের বোর্ড।

Details Bottom
Details ad One
Details Two
Details Three