Image

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক, তার দল আবাহনী জিতল বড় ব্যবধানে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক, তার দল আবাহনী জিতল বড় ব্যবধানে

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক, তার দল আবাহনী জিতল বড় ব্যবধানে

৪ উইকেট নিয়ে ম্যাচসেরা মোসাদ্দেক, তার দল আবাহনী জিতল বড় ব্যবধানে

লিজেন্ডস অব রূপগঞ্জকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে আবাহনী লিমিটেড। আগে ব্যাট করে ২২৫ রান তোলে রূপগঞ্জ। সেই রান মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৭.৩ ওভারেই তারা করে ফেলে আবাহনী। 

আগে ব্যাট করতে নেমে ২২ রানেই প্রথম ২ উইকেট হারায় রিজেন্স অফ রূপগঞ্জ। তানজিদ তামিম ৪ ও সৌম্য সরকার ফেলেন ২ রান করে। আফিফ হোসেন ধ্রুব ১ রানে আউট হয়ে এদিন ও দেন ব্যর্থতার পরিচয়। মাত্র ৬৫ রানেই প্রথম ৪ উইকেট হারায় রূপগঞ্জ। 

তারপর মেহেদি মারুফের ৪৮, অধিনায়ক আকবর আলীর ৩৫, চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৪০ এবং শরিফুল ইসলামের ৩৪ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২২৫ রান করে লিজেন্ডস অফ রূপগঞ্জ।

আবাহনীর হয়ে ৪ টি উইকেট নেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত, ৩ টি উইকেট নেন রাকিবুল হাসান। 

লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৪ ও ব্যক্তিগত ৩২ রান করে ফেরেন ও ওপেনার শাহরিয়ার কমল। তারপর দ্বিতীয় উইকেটে ১১৩ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন পারভেজ হোসেন ইমন এবং জিসান আলম। পারভেজ করেন ৮৪ বলে ৭৩ এবং জিসান করেন ৬৯ বলে ৬৩ রান। 

এরপর বাকি কাজটা শেষ করেন মোহাম্মাদ মিঠুন এবং মেহেরাব হাসান। ৩ উইকেট হারিয়ে মাত্র ৩৭.৩ ওভারেই লক্ষ্য তাড়া করে ফেলেন তারা। মেহেরাব অপরাজিত থাকেন ২৪  রানে এবং মিঠুন ২৯ রানে। 

লিজেন্ডস অফ রূপগঞ্জের হয়ে ১ টি করে উইকেট নেন শেখ মাহেদী হাসান, সাইফ হাসান এবং স্বাধীন ইসলাম।

Details Bottom
Details ad One
Details Two
Details Three