এনামুল, নাইম, মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশ 'এ' দল ঘোষণা

এনামুল, নাইম, মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশ 'এ' দল ঘোষণা
এনামুল, নাইম, মুস্তাফিজদের নিয়ে বাংলাদেশ 'এ' দল ঘোষণা
নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে প্রথম ও দ্বিতীয় ওয়ানডে ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল ঘোষণা। জাতীয় দলের বেশ কিছু তারকা ক্রিকেটারকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে বিসিবি। মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামের সঙ্গে দলে আছেন মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়রাও।
মে মাসে নিউজিল্যান্ড 'এ' দলের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেটে অনুষ্ঠিত হবে ৩ ম্যাচের আসন্ন এই ওয়ানডে সিরিজ।
নিউজিল্যান্ড 'এ' দল ১ মে বাংলাদেশে আসবে। যেখানে স্বাগতিকদের সাথে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং দুটি চার দিনের ম্যাচ খেলবে কিউইরা।
৫ মে সকাল সাড়ে ৯টায় সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। পরের দুই ওয়ানডে যথাক্রমে ৭ ও ১০ মে। তবে শেষ ওয়ানডের ভেন্যু সিলেটের গ্রাউন্ড ২।
বাংলাদেশ 'এ' দল (১ম ও দ্বিতীয় ওয়ানডে)
পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শামীম হোসেন পাটোয়ারি, তানভীর ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, রেজাউর রহমান রাজা।