টেস্ট অধিনায়ক শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক নিয়োগ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 5 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট অধিনায়ক শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক নিয়োগ

টেস্ট অধিনায়ক শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক নিয়োগ

টেস্ট অধিনায়ক শান মাসুদকে পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক নিয়োগ

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) শান মাসুদকে আন্তর্জাতিক ক্রিকেট পরামর্শক হিসেবে নিয়োগ করেছে। এটি এমন একটি পরিস্থিতি, যেখানে দেশের বর্তমান টেস্ট অধিনায়ককে বোর্ডের প্রশাসনিক কাঠামোর গুরুত্বপূর্ণ অবস্থানে রাখা হয়েছে।

পাকিস্তান ক্রিকেট সূত্রে জানা গেছে, এই ঘোষণা পিসিবি চেয়ারম্যান মোহসিন নকভির নেতৃত্বে শুক্রবার পাকিস্তান দলের এবং সফরকারী দক্ষিণ আফ্রিকা দলের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শহবাজ শরীফের ডিনার বৈঠকের সময় করা হয়।

পিসিবি সম্প্রতি ক্রিকেট ডিরেক্টরের পদটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। উসমান ওয়াহলা হ্যান্ডশেকগেটের ঘটনায় ভুল ব্যবস্থাপনার কারণে এই পদ থেকে সাময়িকভাবে সাসপেন্ড হন। পরে পুনঃনিয়োগ করা হলেও বোঝা যায়, মাসুদের নতুন পদ দেওয়ার পর তিনি সম্ভবত পিএসএলে স্থানান্তরিত হবেন।

৩৬ বছর বয়সী শান মাসুদ ৪৪টি টেস্ট, ৯টি ওডিআই এবং ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন। ডিরেক্টরের পদে মিসবাহ-উল-হককেই প্রার্থী হিসেবে এগিয়ে দেখা হচ্ছিল। মাসুদ এমন সময় এই গুরুত্বপূর্ণ পদে উঠছেন যখন পাকিস্তান সাম্প্রতিককালে খুব বেশি টেস্ট খেলছে না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি হোম টেস্ট সিরিজ তারা শেষ করেছে এবং পরবর্তী সিরিজ মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে।

পিসিবি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই পদটি বহুমাত্রিক নেতৃত্বের ভূমিকা গ্রহণ করে, যেখানে পাকিস্তান দলের পরিচালনা এবং আন্তর্জাতিক ক্রিকেট অপারেশন তত্ত্বাবধান করা প্রধান কাজ। দায়িত্বপ্রাপ্তের মূল দায়িত্ব হলো আন্তর্জাতিক সফরের পরিকল্পনা, আয়োজন এবং তদারকি করা।