ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি

ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি

ওয়ানডেতে সাঙ্গাকারাকে ছাড়িয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক কোহলি

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আজ নতুন ইতিহাস গড়লেন ভিরাট কোহলি। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে টপকে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের আসনে বসেছেন ভারতের এই ব্যাটিং মহারথী।

১৪,১৮১ রান নিয়ে ম্যাচে নামেন কোহলি। সাঙ্গাকারার ১৪,২৩৪ রানের রেকর্ড পেছনে ফেলতে তাঁর প্রয়োজন ছিল ৫৪ রান। দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে মাঠ ছাড়ার সময় কোহলির নামের পাশে জমা হলো ১৪,২৫৫ রান।

এই মাইলফলকে পৌঁছাতে কোহলি খেলেছেন মাত্র ২৯৩ ইনিংস, যেখানে সাঙ্গাকারার লাগে ৩৮০ ইনিংস। তালিকার শীর্ষে আছেন ভারতেরই আরেক কিংবদন্তি শচীন টেন্ডুলকার, যার সংগ্রহ ১৮,৪২৬ রান ৪৫২ ইনিংসে।

ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স নিয়ে কোহলি বলেন, “মাঝে মাঝে খেলার বাইরে থাকাটা ভালো। এই পর্যায়েও খেলা থেকে কিছু শেখা যায়। পরিস্থিতি পক্ষে না গেলে তখন সেটা খুবই চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। মাঝের ওভারের পরিস্থিতি আমার সেরাটা বের করে আনে। রোহিতের সাথে ব্যাট করা সহজ। ম্যাচ শেষ করে আসতে পারায় আমি অনেক খুশি।”

অস্ট্রেলিয়ান দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়ে কোহলি বলেন, “প্রতিপক্ষ দল এটাও জানে যে রোহিত ও আমি যদি একসাথে ২০ ওভার ব্যাট করি তাহলে ম্যাচ জিতে যাব। আমরা এই দেশে আসতে ভালোবাসি। এখানে আমাদের কিছু সেরা ম্যাচ খেলেছি। এখানকার দর্শকরা দারুণ।”