পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন

পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন

পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন

ভারতীয় ক্রিকেটের দুই অভিজ্ঞ ব্যাটার ভিরাট কোহলি ও রোহিত শর্মার নতুন অধ্যায়ের শুরুটা তেমন মসৃণ হয়নি। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে তাদের ব্যর্থতা নিয়ে নানা সমালোচনা দেখা দিয়েছে। তবে অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিকি পন্টিং মনে করেন, এই দুই তারকা এখনও পুরোপুরি শেষ নয় এবং ২০২৭ বিশ্বকাপেও তারা দলের অংশ হতে পারেন।

চলতি সিরিজের মাধ্যমে ভারতের ওয়ানডে দল একটি নতুন যুগে প্রবেশ করেছে। শুবমান গিলকে অধিনায়ক করা হয়েছে, এবং রোহিতকে নেতৃত্ব থেকে সরানো হয়েছে। এই পরিবর্তনের মধ্যে পুরনো দুই তারকাকে এখনও দলে রাখা হয়েছে। তবে বয়স ও সাম্প্রতিক পারফরম্যান্সকে কেন্দ্র করে তাদের অবদানের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠছে।

অস্ট্রেলিয়া সফরের প্রথম ওয়ানডেতে রোহিত ৮ রান করে আউট হন, আর কোহলি শূন্য রানে ফিরে যান। এই ব্যর্থতা নিয়ে আলোচনা শুরু হয়েছে, তবে পন্টিং আশাবাদী।

আইসিসি রিভিউ পডকাস্টে পন্টিং বলেন,
“চ্যাম্পিয়নদের নিয়ে কখনও শেষ কথা বলে দেওয়া যায় না। এই দুজন সর্বকালের সেরাদের মধ্যে আছে। আগেও বলেছি, ভিরাট সম্ভবত আমার দেখা সেরা ওয়ানডে ক্রিকেটার। এই মানের ক্রিকেটারদের কখনও বিবেচনার বাইরে রাখা যাবে না।”

তিনি আরো বলেন, “তারা ঠিকই দলে অবদান রাখার পথ খুঁজে নেবে এবং দলকে ম্যাচ জেতাবে। সেটা যদি করতে পারে, ২০২৭ বিশ্বকাপের দলেও তারা খুব সম্ভবত থাকবে। আমি তো মনে করি, এই দুজন খুব দ্রুতই ঘুরে দাঁড়াবে।”

ভারত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অ্যাডিলেইডে অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। পন্টিং মনে করেন, মাঠটি ব্যাটারদের জন্য ভালো হলেও জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও ন্যাথান এলিসের মতো দারুণ বোলারদের সামনে তাদের কাজ সহজ হবে না।

“ব্যাটিংয়ের জন্য অ্যাডিলেইড দারুণ, ক্রিকেট খেলার জন্যই দারুণ জায়গা। তবে তাদের জন্য কাজটা সহজ হবে না এই কারণে যে, সাদা বলের ক্রিকেটের সবসময়ের সেরা কিছু বোলারদের মুখোমুখি হতে হবে তাদেরকে।”