বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
পন্টিংয়ের আস্থা, ভিরাট রোহিত ২০২৭ বিশ্বকাপেও থাকতে পারেন
-
2
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
3
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
4
পুরনো স্মৃতির ছোঁয়ায় জিম্বাবুয়ের আফগান জয়
-
5
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
দীর্ঘ ব্যর্থতার পর অবশেষে হাসির কারণ পেল বাংলাদেশ ওয়ানডে দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় শুধু স্কোরবোর্ডের সাফল্য নয় এটা যেন স্বস্তির হাওয়া এনে দিল মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ক্লান্ত এক ড্রেসিংরুমে। অধিনায়ক হিসেবে টানা হারের ধকল শেষে এই জয় মিরাজের জন্য অনেকটা নিজের ওপর আস্থা ফিরে পাওয়ার মতোই।
জয়ের পর সংবাদ সম্মেলনে নিজের কঠিন সময়ের কথা বলতে গিয়ে মিরাজ সবাইকে আহ্বান জানালেন ধৈর্য ধরার। তিনি বলেন, "আমার জন্য অবশ্যই কঠিন সময়। কিন্তু আমাকে একটু সময় দিতে হবে, সবার একটু ধৈর্য্য ধরতে হবে। অবশ্যই, আমি মানুষ, ভুল করব। কিন্তু সেই জিনিসটা যদি সবাই সাপোর্ট করে এবং দিনশেষে আমরা দেশের হয়েই খেলি। আমার কাছে মনে হয় সবাই যদি একটু সাপোর্ট করে, সময় দেন, ইনশাআল্লাহ আমরা ঘুরে দাঁড়াতে পারব"
অধিনায়ক হিসেবে কঠিন সময় পেরিয়ে গেলেও মিরাজের চোখে আশার আলো স্পষ্ট। তাঁর বিশ্বাস, ব্যর্থতার পর আসবেই ভালো সময়। তিনি বলেন, "দেখুন আমরা তো ক্রিকেটার, আমাদের কঠিন সময় আসবে। আমার কাছে একটা জিনিস মনে হয় খারাপ সময়ের পর ভালো সময় আসবে। যে সময়টা আমার গেছে, হয়তো সামনে আরও ভালো সময় অপেক্ষা করছে।"
এদিকে ২০২৭ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায়। সেখানে উইকেট মিরপুরের চেয়ে পুরো ভিন্ন হবে নিশ্চিতভাবেই। তবুও বিশ্বকাপের জন্য দুই-তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ।
"হয়তো আমরা বিশ্বকাপে গিয়ে অনেক ভালো কিছু করতে পারিনি, তবে সেটার জন্য আলাদা একটা প্রক্রিয়া এবং আলাদা পরিকল্পনা করতে হবে। আমার কাছে মনে হয়, সেই পরিকল্পনাটা হওয়া উচিত দুই থেকে তিন মাস আগে থেকে, আমরা কীভাবে খেলব, কীভাবে আমরা স্কিল ক্যাম্প করব, কীভাবে আমাদের প্রস্তুতি থাকবে, সেটার জন্য আলাদাভাবে কোথায় আমরা অনুশীলন করব। বিশ্বকাপের আগে এইভাবে সেই জিনিসগুলো করা উচিত। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজগুলোতে আমার মনে হয় হোম অ্যাডভান্টেজ খুবই জরুরি।"
