অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
টি-টোয়েন্টিতে ফিরলেন বাবর আজম, নতুন অধ্যায়ে পাকিস্তান দলে বড় পরিবর্তন
-
2
আটলান্টায় বদলে যাওয়া সাকিব, এখনো বিদায় নেয়ার স্বপ্ন দেখেন দেশের মাটিতেই
-
3
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
4
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
5
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
নিজেদের প্রিয় ফরম্যাটে যেন অবশেষে খুঁজে পেলো পুরোনো ছন্দ। দীর্ঘ ১৯ মাস পর ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে মেহেদি হাসান মিরাজের নেতৃত্বাধীন দল।
এই জয়ের পেছনে সবচেয়ে বড় অবদান তরুণ অলরাউন্ডার রিশাদ হোসেনের। বল হাতে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেছেন ঘূর্ণির জালে, আবার ব্যাট হাতেও রেখেছেন কার্যকর ভূমিকা। তিন ম্যাচে মোট ১২ উইকেট শিকার করে হয়েছেন সিরিজ সেরা এবং গড়েছেন এক অনন্য বিশ্বরেকর্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো স্পিনারের পক্ষে সর্বোচ্চ উইকেটের কীর্তি এখন তাঁর দখলে।
সিরিজ নির্ধারণী ম্যাচে ২২ বছর বয়সী এই লেগস্পিনার তুলে নেন তিন উইকেট। প্রথম ম্যাচে তাঁর ক্যারিয়ার সেরা ৬ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে আরও তিন উইকেট যোগ করে তিন ম্যাচে মোট ১২ উইকেটের মাইলফলকে পৌঁছান তিনি।
এতদিন তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের রশিদ খান। এবার তাঁদের ছাড়িয়ে এককভাবে নতুন রেকর্ড গড়লেন রিশাদ।
ওয়ানডে ইতিহাসে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেটের তালিকায় দ্বিতীয় স্থানে এখন রিশাদ, তাঁর ওপরে আছেন কেবল মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে রেকর্ডটি নিজের করে নিয়েছিলেন ফিজ। ১২ উইকেট নিয়ে রিশাদ সেই তালিকায় জায়গা করে নিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্ত্তজা ও ওয়েস্ট ইন্ডিজের ভাসবার্ট ড্রেকসের পাশে।
ঘরের মাঠে এই জয় শুধু পরিসংখ্যান নয়, আত্মবিশ্বাসেও বড় জ্বালানি যোগাল বাংলাদেশকে আর রিশাদ হোসেন হয়ে উঠলেন দলের নতুন অনুপ্রেরণার প্রতীক।
