অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 4 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
অ্যাডাম জাম্পা ও রশিদ খানকে পেছনে ফেলে রিশাদের বিশ্ব রেকর্ড
-
2
ইন্দোরে অস্ট্রেলিয়ান দুই নারী ক্রিকেটারকে হয়রানি, গ্রেপ্তার অভিযুক্ত
-
3
বিশ্বকাপের জন্য দুই তিন মাসের পরিকল্পনাই যথেষ্ট মনে করেন মিরাজ
-
4
সৌন্দর্য্যে বিশ্বচর্চায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
-
5
রেকর্ডে ভরা সিরিজে ঘরের মাঠে বাংলাদেশ স্পিনের রাজত্ব
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত
অস্ট্রেলিয়ার মাটিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত
অবশেষে সিরিজে হোয়াইটওয়াশ এড়াল ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত ব্যাটিংয়ে রোহিত শর্মা ও ভিরাট কোহলি ভারতের হয়ে তুলে নিলেন সান্ত্বনাজনক ৯ উইকেটের জয়। সম্ভবত এটাই ছিল তাদের অস্ট্রেলিয়ার মাটিতে শেষ ম্যাচ, আর সেই মঞ্চেই ৪০ হাজার দর্শকের সামনে দুই অভিজ্ঞ তারকা উপহার দিলেন স্মরণীয় পারফরম্যান্স।
আগের ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলা রোহিত এদিন তুললেন ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি ১০৫ বল থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার নবম সেঞ্চুরি। অন্য প্রান্তে প্রথম দুই ম্যাচে শূন্য রানে ফেরার পর কোহলি ফিরলেন ফর্মে, খেললেন অপরাজিত ৭৪ রানের ইনিংস। দুজনের জুটিতে আসে ১৭০ বলে অবিচ্ছিন্ন ১৬৮ রানের পার্টনারশিপ, যা ভারতকে ২৩৭ রানের লক্ষ্য ছোঁয়াতে সাহায্য করে।
অস্ট্রেলিয়া টপ অর্ডারে ভালো শুরু করেও ১৮৩ রানে ৩ উইকেট থেকে ২৩৬ রানে অলআউট হয়ে যায়। দলের পক্ষে ম্যাট রেনশো করেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে হাফসেঞ্চুরি। সব ব্যাটারই কিছু রান করলেও কেউ বড় ইনিংস গড়তে পারেননি। ভারতের তরুণ পেসার হার্ষিত রানা তুলে নেন ক্যারিয়ারের সেরা বোলিং ৪ উইকেটে ৩৯ রান। পাশাপাশি স্পিন ত্রয়ীও ছিলেন কার্যকর।
রোহিত ও শুবমান গিল দলকে ভালো শুরু এনে দিলেও গিল আউট হওয়ার পর স্টেডিয়াম যেন গর্জে উঠল কোহলিকে দেখতে। মাঠে নামার পর প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে দর্শকদের মাতান তিনি। এরপর রোহিতের ব্যাটে আসে একের পর এক দৃষ্টিনন্দন শট।
অস্ট্রেলিয়ার হয়ে জস হ্যাজেলউড বল হাতে ধারাবাহিক ভালো করলেও দলের অন্য বোলাররা ব্যর্থ। অধিনায়ক মিচেল মার্শ টস জিতে ব্যাটিং নিলেও দলের ব্যাটাররা সুযোগ কাজে লাগাতে পারেননি। ইনিংসের শুরুতে ট্রাভিস হেড ও মার্শ দ্রুত রান তুললেও মাঝপথে থেমে যায় গতি।
রেনশো ও কেরি মিলে ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করলেও দুজনেই দ্রুত ফেরেন। কেরির দুর্দান্ত এক ক্যাচ নেন শ্রেয়াস আইয়ার, পরে ইনজুরিতে মাঠ ছাড়েন তিনি। শেষদিকে রানা ও স্পিনাররা একের পর এক উইকেট তুলে নিয়ে ২০ বল বাকি থাকতেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দেন।
কিন্তু সব আলো শেষ পর্যন্ত পড়ে রোহিত কোহলির ওপরই। একে অন্যের চোখে চোখ রেখে তাঁরা শেষ করলেন ইনিংস রোহিতের ব্যাট থেকে শান্ত এক ড্রাইভে এল শতক, আর কোহলির ব্যাট থেকে সূক্ষ্ম গ্লাইডে এলো জয়ের রান।
অস্ট্রেলিয়ায় বিদায়ী মঞ্চে দুই কিংবদন্তির এই ইনিংস যেন ভারতীয় ক্রিকেটের এক আবেগময় অধ্যায়ের পরিসমাপ্তি টানল।
