মোহাম্মদ আলির ৫ উইকেটে ফাইনালের খুব কাছে ফরচুন বরিশাল
মোহাম্মদ আলির ৫ উইকেটে ফাইনালের খুব কাছে ফরচুন বরিশাল
মোহাম্মদ আলির ৫ উইকেটে ফাইনালের খুব কাছে ফরচুন বরিশাল
লিগ পর্বের শেষ খেলায় ফরচুন বরিশালকে হারিয়ে প্রথম কোয়ালিফায়ারে বরিশালকেই পেল চিটাগং কিংস। দুই দলেরই ফাইনালে উঠার লড়াই; জিততে হলে তামিম ইকবালদের ১২০ বলে করতে হবে ১৫০। ১৯তম ওভারে মাত্র ২ রান খরচায় ৪ উইকেট শিকার করে বরিশালের পাক পেসার মোহাম্মদ আলির ফাইফার। শামীম হোসেন পাটোয়ারির ৭৯ রানের ইনিংসও থামে মোহাম্মদ আলির ডেলিভারিতেই।
২০২৫ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে যেতে পেল ১৫০ রানের টার্গেট।
টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মায়ের্স আইএল টি-টোয়েন্টি শেষ করে আবার ফিরলেন বিপিএলে। ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হজম করে পরেই ডেলিভারিতেই মায়ের্স তুলে নেন ইনফর্ম খাজা নাফের উইকেট। পরের ওভার করতে এসে মায়ের্স শিকার করেন গ্রাহাম ক্লার্কের উইকেটও। ৬ বল খেলা ক্লার্ক ৬ রানের বেশি করতে পারেননি।
প্রথম পাওয়ার প্লে'তে আরও দুই উইকেট হারায় চিটাগং কিংস। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ১ রান করতেই নিয়েছেন বিদায়। আগের ম্যাচগুলোতে কম বলে বেশি রান করা হায়দার আলিও আজ হয়েছেন ব্যর্থ। এবাদতের ডেলিভারিতে স্টাম্প হারানোর আগে ৭ বলে ৭ রান পান হায়দার। দ্রুত ৪ উইকেট হারালেও ওপেনার পারভেজ হোসেন ইমন রানের চাকা সচল রাখার চ্যালেঞ্জ চালিয়ে যান। তার সঙ্গী হন শামীম হোসেন পাটোয়ারি।
বরাবরের মতো শামীম শুরু থেকেই বিধ্বংসী আচরণ করেন ফরচুন বরিশালের বোলারদের উপর। দাপুটে ব্যাটিংয়ে ২৯ বলেই পেয়ে যান ফিফটির দেখা। তবে রিশাদের হাত ধরে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু পায় ফরচুন বরিশাল। ৩৬ রানে থাকা ওপেনার পারভেজ ইমনকে ফিরিয়ে ভাঙেন ৭৭ রানের পার্টনারশিপ। চলতি বিপিএলে দারুণ ফর্মে আছেন শামীম হোসেন পাটোয়ারি। বেশীর ভাগ ম্যাচেই তার ছোট ক্যামিওতে বড় সংগ্রহ পায় চিটাগং কিংস।
শনিবার রাতে ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংসের ২৪ রানের জয়েও ভূমিকা ছিলো শামীমের। আগে ব্যাট করা কিংসের রান দুইশো ছাড়িয়ে নিতে ১২ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২০৬ রান করে পরে ২৪ রানে খেলা জেতে কিংস। আজ অবশ্য শামীম দলের ইনিংস শেষ করে প্যাভিলিয়নে ফিরতে পারেননি। ৪৭ বলে ৭৯ রান নিয়ে যান সাজঘরে, ১৮.৩ ওভারে দলের রান তখন ৭ উইকেটে ১৪৪।
৪ ওভারে মাত্র ২৪ রান খরচায় বরিশালের পাকিস্তানি পেসার মোহাম্মদ আলি নেন ৫ উইকেট। নিজের কোটার শেষ ওভার করতে এসে মাত্র দুই রান খরচায় আলি শিকার করেন ৪ উইকেট। আগের তিন ওভারে ১ উইকেট পেলেও মোহাম্মদ আলি ফাইফারের আনন্দে মাতেন মিরপুরে। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে চিটাগং কিংসের ইনিংস।