Image

জ্যাকব ডুফি ডাক পেলেন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 15 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
জ্যাকব ডুফি ডাক পেলেন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে

জ্যাকব ডুফি ডাক পেলেন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে

জ্যাকব ডুফি ডাক পেলেন নিউজিল্যান্ডের ত্রিদেশীয় সিরিজের দলে

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। সেই সিরিজে যুক্ত করা হয়েছে ফাস্ট বোলার জ্যাকব ডুফিকে। অবশ্য ৩০ বছর বয়সী ডুফিকে রাখা হয়নি চ্যাম্পিয়ন্স ট্রফির মূল দলে। তবে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড় হিসাবে। 

ক্রিদেশীয় সিরিজে লকি ফার্গুসনের ব্যাকআপ হিসাবে নেয়া হয়েছে জ্যাকব ডুফিকে। কারণ লকি ব্যস্ত আছেন আইএলটি-টোয়েন্টি খেলতে। ডেজার্ট ভাইপারদের হয়ে খেলছেন তিনি। টুর্নামেন্টটি চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। চলমান ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে ভাইপার্সের হয়ে ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছেন ফার্গুসন। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে আছে ভাইপার্স।

শ্রীলঙ্কার বিপক্ষে জ্যাকব ডুফির সাম্প্রতিক পারফরম্যান্স অসাধারণ। ৫ টি টি-টোয়েন্টিতে ১২ টি উইকেট নিয়েছেন এই পেসার। জেতার ম্যান অব দ্যা সিরিজের ও পুরস্কার। সোমবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হবেন তিনি।

ক্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ৮ ফেব্রুয়ারি পাকিস্তান এবং ১০ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ রয়েছে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ফেব্রুয়ারি।  এরপর ১৬ ফেব্রুয়ারী করাচিতে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে কিউইরা।

ত্রিদেশীয় সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড: 

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, উইল ও'রুর্ক, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, নাথান স্মিথ, কেন উইলিয়ামসন, উইল ইয়াং, জ্যাকব ডুফি। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three