Image

এবিডি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন শামীম

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এবিডি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন শামীম

এবিডি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন শামীম

এবিডি ভিলিয়ার্সকে একটু বেশিই অনুসরণ করেন শামীম

চলতি বিপিএলে দারুণ ফর্মে আছেন শামীম হোসেন পাটোয়ারি। বেশীর ভাগ ম্যাচেই তার ছোট ক্যামিওতে বড় সংগ্রহ পাচ্ছে চিটাগং কিংস। সবশেষ ফরচুন বরিশালের বিপক্ষে শামীমের ১২ বলে ৩০ রানের ইনিংস ২০০ রান পার করে চিটাগং। হার্ড হিটিংয়ে কাকে অনুসরণ করেন শামীম? এবার নিজেই জানালেন তার উত্তর। 

শনিবার ফরচুন বরিশালকে ২৪ রানে হারিয়ে ম্যাচ শেষে সংবাদসম্মেলনে চিটাগাং কিংসের প্রতিনিধি হয়ে এসেছিলেন শামীম হোসেন পাটোয়ারি। তখন এক প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেব এবি ডি ভিলিয়ার্সকে অনুসরণ করার কথা, "এবি ডি ভিলিয়ার্স বলতে, আমি ওর ব্যাটিংটা একটু ফলো করি বেশি। আমার অনেক ভালো লাগে।"

ব্যাটিংয়ে উন্নতি করতে হেড পজিশন সহ বেশ কিছু বদল এনেছেন শামীম হোসেন পাটোয়ারী। "বদল বলতে কিছু না, হেড পজিশন একটু বদল করেছে, এলবোটা একটু ঠিক করেছি আরকি।"

পারিশ্রমিক ইস্যুতে চিটাগং কিংস অনেক বিতর্কের জন্ম দিলেও শামীম বলেছেন তাদের দলের পরিবেশ অনেক ভালো,"আমাদের দলের পরিবেশও অনেক ভালো। আপনারা জানেন যে অনেক কথা হয়েছে। আমরা ওগুলোর দিকে তাকাইনি। আমরা শুধু খেলার মধ্যে ছিলাম। টিম বন্ডিংটাও এ জন্য অনেক ভালো ছিল।"

ধারাবাহিক ম্যাচ জিতে আত্নবিশ্বাসী আছেন জানিয়ে শামীম বলেন, "আমরা অনেক আত্মবিশ্বাসী। দেখা যাক কী হয়। অবশ্যই (এই জয়) হেল্প করবে। আমরা যেহেতু এই ম্যাচটা জিততে পেরেছি। একটু বাড়তি আত্মবিশ্বাস থাকবে।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three