রংপুর রাইডার্স দলে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড
রংপুর রাইডার্স দলে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড
রংপুর রাইডার্স দলে ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড
প্লেঅফের আগে দলের শক্তি বাড়াতে রংপুর রাইডার্স শিবিরে যোগ দিয়েছেন ইংলিশ ব্যাটার অ্যানিউরিন ডোনাল্ড। ডোনাল্ডের কাউন্টি দল ডার্বিশায়ার নিজেদের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে বিষয়টি। যদিও রংপুর রাইডার্স এখনো কিছু জানায়নি।
২৮ বছর বয়সী অ্যানিউরিন ডোনাল্ডের এখনো ইংল্যান্ড জাতীয় দলে অভিষেক হয়নি। খেলেছেন ৭৮ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে ৭৩ ইনিংসে করেছেন ১৩৪০ রান। আছে ৮ ফিফটি, স্ট্রাইকরেটে ১৪৪.৭০ ।
মিডল অর্ডার এই ব্যাটারের প্রোফাইল খুব একটা ভারী না হলেও খুশদিল শাহ চলে যাওয়ায় দারুণ কার্যকর হতে পারে রংপুর রাইডার্স একাদশে। ডোনাল্ড মূলত ইংলিশ ক্রিকেটের ঘরোয়া পর্যায়ে মিডল অর্ডারে হাই স্ট্রাইকরেটে ব্যাট করে থাকেন।
চলতি বিপিএলে খুব একটা ভালো অবস্থানে নেই রংপুর রাইডার্স। টানা ৮ জয়ের পর হেরেছে টানা ৪ ম্যাচ। আজ দুপুরে এলিমিনেটর ম্যাচে তারা মুখোমুখি হবে খুলনা টাইগার্সের। রংপুরের সবশেষ ম্যাচেও খুলনার কাছে হেরেছিলো তারা। অবশ্য গ্রুপ পর্বের ২ দেখায় দুই দলের ই আছে একটি করে জয়।