Image

মিরপুরে বিদেশিদের বল করতে 'খুব ভালো লাগে' নাসুমের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মিরপুরে বিদেশিদের বল করতে 'খুব ভালো লাগে' নাসুমের

মিরপুরে বিদেশিদের বল করতে 'খুব ভালো লাগে' নাসুমের

মিরপুরে বিদেশিদের বল করতে 'খুব ভালো লাগে' নাসুমের

রংপুর রাইডার্সকে ৯ উইকেটে উড়িয়ে দিয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল খুলনা টাইগার্স। মাত্র ১৬ রান খরচা করে ৩ উইকেট শিকার করে এই ম্যাচে খুলনার জয়ের নায়ক নাসুম আহমেদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নাসুম জানালেন ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন তারা।

প্লে-অফ খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ২ ম্যাচ জিততেই হতো খুলনাকে। সেই হিসাবে হারলেই বাদ সমীকরণে ২ ম্যাচ আগে থেকেই নকআউট খেলছে খুলনা; এমনটাই জানালেন নাসুম আহমেদ। 

"২ ম্যাচ আগে থেকেই নক আউট খেলতেসি। সব দলই চায় সেমি, ফাইনাল খেলা। আমাদের প্রথম লক্ষ্য ছিল সেরা চার। আজকে প্রথম ম্যাচ জিতেছি আলহামদুলিল্লাহ। পরের ম্যাচও জেতার চেষ্টা করব ইনশাল্লাহ। এই বিশ্বাসটা নিয়েই আমরা গত ৩ ম্যাচ খেলে যাচ্ছি।"

খুলনার বিপক্ষে মাঠে নামার আগে রংপুর শিবিরে যোগ দেয় আন্দ্রে রাসেল, জেমস ভিন্স ও টিম ডেভিডরা। তবে একথা আগে থেকে জানতেন না খুলনা টাইগার্স। এজন্য তাদের নিয়ে খুব একটা প্লান করার ই সুযোগ পায়নি দলটি। নাসুম জানালেন এমনটাই,

"না যে ৩ জন বিদেশি যে খেলবে তা তো আগে জানতাম না। শুনছিলাম আসবে। সেভাবে প্ল্যানও করতে পারি নাই। একটু আগে বললাম তো এই উইকেটে বিদেশিদের বল করতে খুব ভালোই লাগে।"

বিদেশিদের ব্যর্থতার দিনে মাঠে পারফর্ম করেছে লোকাল খেলোয়াড়রা। খুলনার স্থানীয় খেলোয়াড়দের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে নাসুম বলেন, "অবশ্যই আমাদের লোকাল যারা আছে সবাই আলহামদুলিল্লাহ। বিশেষ করে ব্যাটাররা খুবই ভালো ব্যাটিং করছে। বেঞ্চের সবাইও বেশ সামর্থ্যবান। টিম কম্বিনেশনের জন্য খেলাতে পারছি না। আমাদের টিম বন্ডিং খুব ভালো। খেলি না খেলি সবাই এক আছি আরকি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three