ফাইনালে যেতে কাইল মায়ের্সকে নিয়ে বোলিংয়ে বরিশাল
ফাইনালে যেতে কাইল মায়ের্সকে নিয়ে বোলিংয়ে বরিশাল
ফাইনালে যেতে কাইল মায়ের্সকে নিয়ে বোলিংয়ে বরিশাল
২০২৫ বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি ফরচুন বরিশাল। বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল টানা দ্বিতীয় বারের মতো ফাইনালে যেতে টসে জিতে আগে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএলে আজ ফাইনালে ওঠার লড়াই তামিম ইকবালের বরিশালের। চিটাগং কিংসের জন্যও একই, অবশ্য লিগ পর্বের শেষ ম্যাচে বরিশালকে হারিয়েই কোয়ালিফায়ার নিশ্চিত করে মোহাম্মদ মিঠুনরা।
এই ম্যাচের জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে। পরাজিত দল আরেকটি সুযোগ পাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলে শিরোপা নির্ধারণী মঞ্চে ওঠার।
টুর্নামেন্টের শুরুতে বরিশালের হয়ে খেলে যাওয়া কাইল মায়ের্স আইএল টি-টোয়েন্টি শেষ করে আবার ফিরলেন বিপিএলে। বিপরীতে, অপরিবর্তিত একাদশ নিয়েই ফের ফরচুন বরিশালকে রুখে দিতে চায় চিটাগং কিংস।
ফরচুন বরিশাল একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), তৌহিদ হৃদয়, ডেভিড মালান, কাইল মায়ের্স, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ নবী, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানভীর ইসলাম ও মোহাম্মদ আলি।
চিটাগং কিংস একাদশ-
খাজা নাফে, পারভেজ হোসেন ইমন, গ্রাহাম ক্লার্ক, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), হায়দার আলি, শামীম হোসেন, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, আলিস আল ইসলাম, আরাফাত সানি ও বিনুরা ফার্নান্দো।