'এবারের বিপিএলে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে, আগামী বিপিএলে দেখবেন...'
- 1
জাতীয় দলের নির্বাচক হান্নান সরকারের পদত্যাগ
- 2
দুর্বার রাজশাহীর মালিক ও ম্যানেজমেন্ট খেলোয়াড়দের নাগালের বাইরে
- 3
টাকা, টিকিট না পেয়ে ঢাকার হোটেলে আটকা রাজশাহীর পাঁচ বিদেশি
- 4
কামিন্সের ফ্লাইট ৫ তারিখ, মার্ক আর আফতাবের টিকিট এখনও পায়নি দুর্বার রাজশাহী
- 5
আগামী বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে ঢাকা ক্যাপিটালস
'এবারের বিপিএলে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে, আগামী বিপিএলে দেখবেন...'
'এবারের বিপিএলে দেশের ভাবমূর্তি খারাপ হয়েছে, আগামী বিপিএলে দেখবেন...'
রাজনৈতিক পট পরিবর্তনের পর অনেক চড়াই উতরাই পেরিয়ে আয়োজন করা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে বিপিএলের নতুন ফ্রাঞ্চাইজি দূর্বার রাজশাহী খেলোয়াড়দের পারিশ্রমিক না দিয়ে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও মান ক্ষুন্ন করেছে বিপিএলের। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন আগামী বিপিএলে এমনটা আর হতে দিবেন না।
শনিবার এক সংবাদসম্মেলনে রাজশাহীর কারণে বিপিএলের ভাবমূর্তি খারাপ হয়েছে তা স্বীকার করে ফারুক আহমেদ বলেন, "রাজশাহী যা করেছে একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।"
পরবর্তীতে বিসিবি বিপিএল আয়োজন না করে কোনো ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে করাবে, যেমনটা শুরুর দিকে হতো। তাছাড়া সামনের বছর গুলোতে বিপিএল নিয়ে বোর্ডের ভাবনা কি তার পরিকল্পনা জানিয়ে ফারুক আহমেদ বলেন,
"অনেক ইতিবাচক দিক বলতে হবে। আমরা দেখেছি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের সঙ্গে। (আরব আমিরাতের) আইএল টি-টোয়েন্টির সঙ্গে সূচি সাংঘর্ষিক না করলে অনেক ভালো হবে। বিপিএল আয়োজনে ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়ার চিন্তা আমাদের। বের করেছি কী করতে হবে। ৫ দলের হলেও আমাদের কাউকে খুঁজতে হবে না। উইন্ডো বের করেছি। প্রথম, দ্বিতীয় বছরে হবে না। তৃতীয় বছরেই দেখবেন লাভের মুখ দেখবে। আমাদের সময় দিতে হবে।"
এত নেতিবাচক দিক থাকা সত্ত্বেও ইতিবাচক দিক ও তুলে ধরেন বোর্ড প্রেসিডেন্ট," আমাদের বুঝতে হবে এবার আয়োজনে কী কী চ্যালেঞ্জ ছিল। ৯০ শতাংশ টিকিট (১০ কোটি টাকার) বিক্রি হয়েছে। মাঠে রান হচ্ছে। ভালো খেলা হচ্ছে। এই ইতিবাচকগুলো দিকগুলো আপনারা লেখেন।"