সকালে তারকাদের উড়িয়ে এনে দুপুরে লড়াইয়ে রংপুর-খুলনা
সকালে তারকাদের উড়িয়ে এনে দুপুরে লড়াইয়ে রংপুর-খুলনা
সকালে তারকাদের উড়িয়ে এনে দুপুরে লড়াইয়ে রংপুর-খুলনা
২০২৫ বিপিএলে প্রথম ৮ জয়ে লম্বা সময় পয়েন্ট তালিকার একে থাকলেও শেষমেশ তিনে নেমে যাওয়া রংপুর রাইডার্স খেলতে নামছে এলিমিনেটরে। প্রতিপক্ষ ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে প্লে-অফে ওঠা খুলনা টাইগার্স। বিপিএলের প্লে-অফ রাঙাতে রংপুরের একাদশে আন্দ্রে রাসেল, টিম ডেভিড ও জেমস ভিন্স। খুলনার জার্সিতে খেলছেন শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার।
এলিমিনেটরে খুলনা টাইগার্সের মুখোমুখি রংপুর রাইডার্স। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত জানালেন রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান সোহান।
টি-টোয়েন্টির তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ান টিম ডেভিড ও ইংলিশ ব্যাটার জেমস ভিন্সকে দলে এনেই ম্যাচে নামিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।
গত রাতে আইএলটি-টোয়েন্টিতে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছিলেন ক্যারিবিয়ান দুই অলরাউন্ডার আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার। দলের বিদায়ে ওই ম্যাচ খেলে সকালেই তারা হাজির হয়ে গেছেন ঢাকায়। রাসেল খেলছেন রংপুর রাইডার্সের হয়ে, হোল্ডার খুলনা টাইগার্সের সেরা একাদশে।
রংপুর রাইডার্স একাদশ-
সৌম্য সরকার, টিম ডেভিড, জেমস ভিন্স, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, আন্দ্রে রাসেল, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (অধিনায়ক), রাকিবুল হাসান, আকিফ জাভেদ, নাহিদ রানা।
খুলনা টাইগার্স একাদশ-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, শিমরন হেটমায়ের, জেসন হোল্ডার, অ্যালেক্স রস, মোহাম্মদ নওয়াজ, মাহিদুল ইসলাম অংকন (উইকেটকিপার), নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মুশফিক হাসান।