Image

সিরাজের দুরন্ত ফিটনেসের রহস্য জানালেন আজহারউদ্দিন

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 45 মিনিট আগে
সিরাজের দুরন্ত ফিটনেসের রহস্য জানালেন আজহারউদ্দিন

সিরাজের দুরন্ত ফিটনেসের রহস্য জানালেন আজহারউদ্দিন

সিরাজের দুরন্ত ফিটনেসের রহস্য জানালেন আজহারউদ্দিন

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির নাটকীয় সমাপ্তি ভারতীয় ক্রিকেটে এনে দিল নতুন এক নায়কের নাম, তিনি মোহাম্মদ সিরাজ। ওভালে শেষ টেস্টে আগুন ঝরানো বোলিংয়ে ইংল্যান্ডকে হারিয়ে দলকে সিরিজ ড্র করালেন তিনি। 

পুরো পাঁচ ম্যাচ সিরিজে সর্বোচ্চ ২৩ উইকেট তুলে নেওয়ার পাশাপাশি বোলিং করেছেন ১৮৫.৩ ওভার! যা এক কথায় অবিশ্বাস্য। এত দীর্ঘ সময় ধরে গতি ও ধার ধরে রাখার পেছনে ফিটনেসই বড় হাতিয়ার। আর সেই ফিটনেসের মূলে রয়েছে একদম ভিন্ন ধরনের রহস্য— ‘নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়া’।

এই মজার তথ্যটি জানালেন ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। হায়দ্রাবাদের সন্তান সিরাজ ও আজহার, দুজনেরই বেড়ে ওঠার গল্পে আছে একই শহরের সুবাস। তাই এর আগে ইংল্যান্ডের ডেভিড গাওয়ারের প্রশ্নের উত্তরে আজহার বললেন, 

“সিরাজ দুর্দান্ত খেলেছে। এর জন্য ধন্যবাদ নাল্লি গোস্ত বিরিয়ানি আর পায়াকে। এই খাবারই ওর শরীরকে দিয়েছে দৃঢ়তা, পা করেছে শক্তপোক্ত, আর মন ভরিয়েছে উদ্যমে।”

আজহারউদ্দিন আরও যোগ করলেন, পুরো সিরিজজুড়ে সিরাজ যেন ছিলেন সাফল্যের তীব্র ক্ষুধা আর দেশের জন্য লড়াইয়ের অদম্য উদ্দীপনায় ভরপুর। বিশেষ করে ওভাল টেস্টে, যখন বুমরাহ ছিলেন না, তখন তিনি নিঃসঙ্কোচে নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পুরো দায়িত্ব। সেই ম্যাচে ধারালো বোলিংয়ে একের পর এক ইংলিশ ব্যাটারকে ফাঁদে ফেলে দিয়েছেন। 
আজহারের ভাষায়, “ভারতীয় ক্রিকেটের মানচিত্রে সে এখন উজ্জ্বলতম নতুন নক্ষত্র।”

Details Bottom
Details ad One
Details Two
Details Three