রেকর্ডের লজ্জায় ডুবে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল পাকিস্তান
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 2 ঘন্টা আগেআপডেট: 30 মিনিট আগে
রেকর্ডের লজ্জায় ডুবে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল পাকিস্তান
রেকর্ডের লজ্জায় ডুবে ৩৪ বছর পর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারল পাকিস্তান
ওয়ানডে র্যাংকিংয়ে পাঁচ নম্বরে থাকা পাকিস্তান আবারও ব্যাটিং ব্যর্থতার দৃষ্টান্ত স্থাপন করল। ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের নির্ধারণী শেষ ওয়ানডেতে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাবর আজমরা গুটিয়ে গেল মাত্র ৯২ রানে। ফলাফল-লজ্জাজনক পরাজয়ের পাশাপাশি তিন ম্যাচ সিরিজও হারল ২–১ ব্যবধানে।
এই জয়ের মধ্য দিয়ে ৩৪ বছর পর দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজে পাকিস্তানকে হারানোর স্বাদ পেল ওয়েস্ট ইন্ডিজ। এর আগে ১৯৯৩ সালে ওয়াসিম আকরামের পাকিস্তান নিজেদের ওয়ানডে ইতিহাসের সর্বনিম্ন ৪৩ রানে অল-আউট হয়েছিল, প্রতিপক্ষ তখনও একই দল, ওয়েস্ট ইন্ডিজ। এবারও ক্যারিবিয়ান বোলারদের তাণ্ডবে দম হারিয়েছে পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
মাত্র ৯২ রানে গুটিয়ে যাওয়ার ফলে নিজেদের ওয়ানডে ক্রিকেটে দশমবারের মতো শতরানের নিচে অল-আউট হলো পাকিস্তান।
ওয়ানডেতে সবচেয়ে কম রানে অল-আউট হওয়া শীর্ষ ৫ দল
১. জিম্বাবুয়ে – ৩৫ রান (বিপক্ষ: শ্রীলঙ্কা)
২. যুক্তরাষ্ট্র – ৩৫ রান (বিপক্ষ: নেপাল)
৩. কানাডা – ৩৬ রান (বিপক্ষ: শ্রীলঙ্কা)
৪. জিম্বাবুয়ে – ৩৮ রান (বিপক্ষ: শ্রীলঙ্কা)
৫. শ্রীলঙ্কা – ৪৩ রান (বিপক্ষ: দক্ষিণ আফ্রিকা)