সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন সাকিব
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 5 মিনিট আগে
সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন সাকিব
সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গেছেন সাকিব
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্যারিয়ার এখনো অনিশ্চয়তায় ঢাকা। তবে সাকিব সিপিএল মাতাতে পৌঁছে গেছেন ওয়েস্ট ইন্ডিজে। টুর্নামেন্টে সাকিবের প্রথম ম্যাচ ১৪ আগস্ট।
সর্বশেষ ২০২২ সালে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলেছেন। দুই মৌসুম পর আবার সিপিএলে সাকিব। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
সিপিএলের ১৩তম আসর শুরু আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচেই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স, প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।
২০১৩ সালে বার্বাডোজ ট্রাইডেন্টসের হয়ে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো রেড স্টিলের বিপক্ষে ৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন। সেটি সাকিবের ক্যারিয়ারের তো বটেই, সিপিএলেও এখন পর্যন্ত সেরা বোলিং। টিভিতে আবার সাকিবের খেলা দেখার সুযোগ পাওয়া গেল। বাংলাদেশের দর্শকেরা সিপিএলের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পেইজে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের সব ম্যাচ।
সাকিব ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি এখনো দেশে ফেরেননি। এমনকি গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও পারেননি। পিএসএল দিয়ে স্বীকৃত ক্রিকেটে ফেরা সাকিব এবার আলো ছড়াবেন ক্যারিবীয় অঞ্চলে।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স স্কোয়াড-
সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্ট্রিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ মোহাম্মদ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিয়ান স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, আমির জাঙ্গু, কারিমা গোরে, কেভিন উইকহাম এবং জশুয়া জেমস।