সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 3 ঘন্টা আগেআপডেট: 8 মিনিট আগে- 1
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
- 2
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 3
আইপিএল থেকে বিপিএলের দায়িত্ব পাচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি আইএমজি
- 4
সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
- 5
বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার

সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে মোহাম্মদ সিরাজ ছিলেন ভারতের বোলিং আক্রমণের প্রধান ভরসা। পুরো সিরিজে বল হাতে তার ধারাবাহিকতা এবং ফিটনেস নজর কেড়েছে সবার। পাঁচ ম্যাচের সব খেলেছেন তিনি এবং করেছেন ১৮৫.৫ ওভার বোলিং, যা বর্তমান সময়ে পেসারদের জন্য একরম বিরল দৃশ্যই বলা যায়।
টেন্ডুলকার-অ্যান্ডারসন ট্রফিতে সর্বোচ্চ ২৩টি উইকেট নিয়েছেন সিরাজ। বিশেষ করে শেষ টেস্টের শেষ দিনে তার দুর্দান্ত স্পেল ভারতকে এনে দেয় রুদ্ধশ্বাস জয়! যেখানে তিনি তুলে নেন গুরুত্বপূর্ণ ৩টি উইকেট। সেই পারফরম্যান্সের পর থেকেই ৪১ টেস্ট খেলা এই পেসার রয়েছেন আলোচনার শীর্ষে। তার এই অসাধারণ কীর্তিতে মুগ্ধ হয়েছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ারও।
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে শুধু দুর্দান্ত পারফরম্যান্স নয়, সিরাজের ফিটনেস নিয়েও হয়েছে বিস্তর আলাপ। অতিরিক্ত চাপ এড়াতে জসপ্রিত বুমরাহ খেলেছেন মাত্র তিনটি টেস্ট, কিন্তু তার অভাব টেরই পেতে দেননি সিরাজ। হায়দ্রাবাদে জন্ম নেয়া এই পেসারকে দেখে মুগ্ধ ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড গাওয়ার এক সাক্ষাৎকারে বলেন ‘‘আমি জানতে চাই সিরাজ ফিটনেস ধরে রাখার জন্য কী করে। কী খায় ও? বিশেষ কোনও পানীয় ব্যবহার করে কি? জানতে পারলে সব কিছু আমি ইংল্যান্ডের বোলারদের দেব।
আমাকে সবচেয়ে অবাক করেছে, পাঁচটা টেস্ট একই ভাবে খেলল! ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারের বেশি বল করেছে। অথচ এক বারও হাল ছেড়ে দেয়নি। এক বারও থামার কথা ভাবেনি। একটুও ক্লান্ত দেখায়নি।’’
গাওয়ার আরও বলেছেন, ‘‘সিরাজ অসাধারণ। ফিটনেসের কথাই বলুন বা ওর জেতার মরিয়া মানসিকতা। এক কথায় দুর্দান্ত। অন্যদিকে, গত কয়েক বছরে ইংল্যান্ডের বোলিং একটা বড় সমস্যা। পেসারদের ফিট রাখা যাচ্ছে না। সকলকে একসঙ্গে মাঠে নামানো যাচ্ছে না। ফলে একই বোলিং আক্রমণ নিয়ে পর পর ম্যাচ খেলা যাচ্ছে না। অথচ সিরাজ পাঁচটা টেস্টই খেলল। সিরিজ়ের শেষ ইনিংসে ৩০ ওভারের বেশি বল করল।’’