Image

টাইগারদের ফিটনেসে উচ্ছ্বসিত ট্রেনার নাথান কেলি

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 8 ঘন্টা আগেআপডেট: 6 মিনিট আগে
টাইগারদের ফিটনেসে উচ্ছ্বসিত ট্রেনার নাথান কেলি

টাইগারদের ফিটনেসে উচ্ছ্বসিত ট্রেনার নাথান কেলি

টাইগারদের ফিটনেসে উচ্ছ্বসিত ট্রেনার নাথান কেলি

আসন্ন এশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজকে সামনে রেখে জমে উঠেছে মিরপুরের হোম অব ক্রিকেট। ভোর থেকেই সেখানে চলছে ক্রিকেটারদের ব্যস্ত প্রস্তুতি। খেলোয়াড়দের ফিটনেস আরও দৃঢ় করতে নিরলস পরিশ্রম করছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলি। শুধু মিরপুরেই নয়, গুলিস্তানের জাতীয় স্টেডিয়ামেও ঘাম ঝরাতে দেখা গেছে টাইগারদের। এশিয়া কাপের আগে ক্রিকেটারদের শারীরিক প্রস্তুতি নিয়ে বেশ সন্তুষ্ট দলের ট্রেনার।

পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হয়েছিল গত ২৪ জুলাই। এরপর প্রায় দশ দিনের বিশ্রাম কাটিয়ে লিটন-তামিমরা নেমে পড়েছেন ফিটনেস ক্যাম্পে। কয়েক দিনের নিবিড় ফিটনেস অনুশীলনের পর মঙ্গলবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ দলের ট্রেনার নাথান কেলি জানান, ক্রিকেটারদের বর্তমান ফিটনেস নিয়ে তিনি দারুণ সন্তুষ্ট।

তিনি আরও বলেন, “কেউ কেউ টাইম ট্রায়ালে প্রত্যাশামতো করতে পারেনি, তবে জিম সেশনে ছিল দুর্দান্ত। ফিটনেস ক্যাম্প মানে শুধু পাস বা ফেল নয়, বরং কার কোথায় ঘাটতি, কে কীভাবে কাজ করলে উন্নতি করবে এসব চিহ্নিত করাই মূল লক্ষ্য। খেলোয়াড়দের ব্যক্তিগত শক্তি ও দুর্বলতা বুঝে তাদের জন্য আলাদা পরিকল্পনা তৈরি করি।”

গত এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে এসেছে চোখে পড়ার মতো সাফল্য। টাইম ট্রায়ালে ১২ জন ক্রিকেটার করেছেন ব্যক্তিগত সেরা, আর মোট হয়েছে ৫৬টি নতুন রেকর্ড। ন্যাথান কেলির মতে, এটি প্রমাণ করে খেলোয়াড়দের ভেতরে চেষ্টা ও প্রতিযোগিতা দুটোই প্রবলভাবে বিদ্যমান। বিশেষ উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন নাহিদ রানার কথা। কেলি বলেন, 
“নাহিদ খেলা না থাকলেও নিজে থেকেই ফিটনেসে কাজ করে, যা অসাধারণ। আপনি যে খেলাতেই থাকুন না কেন, ভালো অ্যাথলেট হওয়াটা বাধ্যতামূলক। শীর্ষ দেশের ক্রিকেটারদের দেখুন তারা ফিট, শক্তিশালী এবং শরীরের প্রতিটি অংশ অ্যাথলেটিক। আমাদেরও তেমন হতে হবে।”

আর এক দিন চলবে এই ফিটনেস ট্রেনিং। এরপর শুরু হবে ব্যাট-বলের স্কিল ঝালাইয়ের ক্যাম্প। মিরপুরে কয়েক দিন স্কিল ট্রেনিং শেষে দল যাবে সিলেটে। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৩০ আগস্ট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three