Image

রিশাব পান্টের বদলি নারায়ণ জগদীশান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রিশাব পান্টের বদলি নারায়ণ জগদীশান

রিশাব পান্টের বদলি নারায়ণ জগদীশান

রিশাব পান্টের বদলি নারায়ণ জগদীশান

ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের চূড়ান্ত লড়াইয়ের আগমুহূর্তে বড় ধাক্কা খেলো ভারতীয় শিবির। চতুর্থ টেস্টে ফিল্ডিংয়ের সময় ডান পায়ে চোট পেয়ে পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেলেন দলের প্রথম উইকেটরক্ষক ব্যাটার রিশাব পান্ট। তার জায়গায় দলে জায়গা পেয়েছেন নারায়ণ জগদীশান।

বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, 'রিশাব পান্ট ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট চলাকালীন ডান পায়ের পাতায় চিড় পান। মেডিকেল টিম তার পুনর্বাসনের উপর নজর রাখছে। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করি।'

পান্টের এই চোট শুধু দলকে ব্যাটিং গভীরতায় দুর্বল করবে না, বরং উইকেটের পেছনেও অভিজ্ঞতার ঘাটতি তৈরি করবে। যদিও তরুণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল স্কোয়াডে আগে থেকেই আছেন, এবার তার সঙ্গী হিসেবে দলে যুক্ত হলেন নারায়ণ জগদীশান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে নারায়ণ জগদীশানের এই সুযোগ অনেকটাই প্রত্যাশিত ছিল। 

সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই, ২০২৫ থেকে লন্ডনের কেনিংটন ওভাল মাঠে। বর্তমানে সিরিজ ২-২ সমতায়, ফলে এটি রূপ নিচ্ছে অঘোষিত ফাইনালে। এই টেস্টেই নির্ধারিত হবে দুই দলের কৌশলগত শ্রেষ্ঠত্ব।

পান্টের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা, তবে এটি নতুনদের জন্যও দারুণ এক সুযোগ। বিশেষ করে উইকেটের পেছনে এবং নিচের দিকের ব্যাটিং অর্ডারে কীভাবে ভারসাম্য রক্ষা করে ভারতীয় দল, সেটাই এখন বড় প্রশ্ন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three