Image

শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ

৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন

প্রকাশ: 5 ঘন্টা আগেআপডেট: 13 মিনিট আগে
শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ

শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ

শাস্তি পেলেন প্রোটিয়া অলরাউন্ডার করবিন বশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসি কোড অব কন্ডাক্ট ভঙ্গের দায়ে শাস্তি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বশ। মঙ্গলবার ডারউইনে অনুষ্ঠিত ম্যাচে তিনি আচরণবিধির লেভেল ওয়ানের ২.৫ ধারা ভঙ্গ করেন।

আইসিসির এই ধারা অনুযায়ী, “আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন এমন ভাষা, আচরণ বা অঙ্গভঙ্গি ব্যবহার করা যা অবমাননাকর কিংবা আক্রমণাত্মক প্রতিক্রিয়া উসকে দিতে পারে” যা শৃঙ্খলাভঙ্গের শামিল।

ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার ইনিংসের ১৭তম ওভারে। বেন ডোয়ারশুইসকে আউট করার পর বশ প্রতিপক্ষের ডাগআউটের দিকে উত্তেজনাপূর্ণ ইঙ্গিত দেন, যা ম্যাচের আবহে অপ্রয়োজনীয় আগ্রাসন হিসেবে ধরা হয়। ফলস্বরূপ, তাকে শৃঙ্খলাভঙ্গের দ্বায়ে একটি ডিমেরিট পয়েন্ট দেয়া হয়।

ম্যাচ অফিসিয়ালদের আনীত অভিযোগ বশ স্বেচ্ছায় মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ সমতায় রয়েছে দুই দল। আগামী ১৬ আগস্ট কেয়ার্নসে অনুষ্ঠিত হবে রোমাঞ্চকর সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচ, যেখানে সিরিজ নিশ্চিতের মিশনে মুখোমুখি হবে এ দুই প্রতিপক্ষ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three