বাংলাদেশের খেলার দিন ম্যাচ আছে সাকিব আল হাসানেরও
৯৭ প্রতিবেদক: রাকিব হাসান
প্রকাশ: 1 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
বাংলাদেশের খেলার দিন ম্যাচ আছে সাকিব আল হাসানেরও
বাংলাদেশের খেলার দিন ম্যাচ আছে সাকিব আল হাসানেরও
অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হতে যাচ্ছে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ ২০২৫। দ্বিতীয়বারের মতো এই আসরে খেলবে বাংলাদেশ 'এ; দল। অপরদিকে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান আছেন ওয়েস্ট ইন্ডিজে, দুই মৌসুম পর আবার মাতাবেন সিপিএল। সাকিবের খেলার আগের দিন ম্যাচ আছে বাংলাদেশেরও।
টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী দিনেই বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে। আগামীকাল, ১৪ আগস্ট বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশের দর্শকদের জন্য টি-স্পোর্টস সরাসরি সম্প্রচার করবে পুরো সিরিজ।
পরদিন ভোর সকালে সাকিব আল হাসানও নামবেন সিপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। শুক্রবার ভোর ৫টায় সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হবে ম্যাচটি।
দুই মৌসুম পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ফিরলেন সাকিব আল হাসান। অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্সের হয়ে খেলবেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার। বাংলাদেশের দর্শকেরা সিপিএলের অফিসিয়াল ইউটিউব অ্যাকাউন্ট ও ভেরিফায়েড ফেসবুক পেইজে সরাসরি দেখতে পারবে টুর্নামেন্টের সব ম্যাচ।
অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স স্কোয়াড-
সাকিব আল হাসান, ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, নাভিন উল হক, ওবেদ ম্যাককয়, জাস্ট্রিন গ্রিভস, বেভন জ্যাকবস, জেইডেন সিলস, আল্লাহ মোহাম্মদ গাজানফার, রাহকিম কর্নওয়াল, ওডিয়ান স্মিথ, জুয়েল অ্যান্ড্রু, শামার স্প্রিঙ্গার, আমির জাঙ্গু, কারিমা গোরে, কেভিন উইকহাম এবং জশুয়া জেমস।
অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ 'এ' দলের স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিশান আলম, মাহিদুল ইসলাম অংকন, ইয়াসির আলি চৌধুরী, আফিফ হোসেন ধ্রুব, তোফায়েল আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রাব্বি, নাইম হাসান, মুশফিক হাসান, রিপন মন্ডল ও হাসান মাহমুদ।