অস্ট্রেলিয়া সিরিজেও ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে
- 1
বেন স্টোকস ছিটকে গেলেন ভারতের বিপক্ষে শেষ টেস্ট থেকে, ইংল্যান্ড দলে চার পরিবর্তন
- 2
অবশেষে শেষ হল নিষেধাজ্ঞা, আবার ক্রিকেটে ফিরছেন ব্রেন্ডন টেলর
- 3
আয়োজক নেপাল, কারা পাচ্ছে ইংল্যান্ডে যাবার টিকিট
- 4
অবস্থান সুদৃঢ় হল রুটের, ইতিহাস রচনা করলেন অভিষেক শর্মা
- 5
দ্য হান্ড্রেডে চোখ কপালে ওঠার মত বিনিয়োগ! ৫০০ মিলিয়ন পাউন্ডেরও বেশি আসছে ইসিবিতে

অস্ট্রেলিয়া সিরিজেও ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে
অস্ট্রেলিয়া সিরিজেও ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাহাত্রে
সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের নেতৃত্বে থাকবেন আয়ুষ মাহাত্রেই। যেখানে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে তিনটি ওয়ানডে এবং দুটি চার-দিনের ম্যাচ খেলবে ভারত।
মাহাত্রে সম্প্রতি ইংল্যান্ডে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন, যেখানে ভারতের যুবারা ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হয়েছে।
গেল সিরিজে সহ-অধিনায়ক হিসেবে থাকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান অভিজ্ঞান কুণ্ডু এবার দায়িত্ব হারালেন। তিনি দলে রয়েছেন তবে অস্ট্রেলিয়া সফরের জন্য বিহান মালহোত্রাকে ডেপুটি হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এই সফরে ভারত পাঁচটি ম্যাচ খেলবে, যার মধ্যে তিনটি ওয়ানডে, সবগুলোই একই ভেন্যুতে ২১, ২৪ এবং ২৬ সেপ্টেম্বর। এরপর দুটি চার দিনের ম্যাচের প্রথমটি ৩০ সেপ্টেম্বর ইয়ান হিলি স্টেডিয়ামে এবং দ্বিতীয়টি ৭ অক্টোবর ম্যাকেতে।
এর আগে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ঘরের মাঠে ওয়ানডে এবং চার দিনের সিরিজে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ক্লিন সুইপ করেছিল ভারত।
ভারতের অনূর্ধ্ব-১৯ দল-
আয়ুষ মাহাত্রে (অধিনায়ক), বিহান মালহোত্রা (সহ-অধিনায়ক), বৈভব সুরিয়াবংশী, বেদান্ত ত্রিবেদী, রাহুল কুমার, অভিজ্ঞান কুণ্ডু (উইকেটরক্ষক), হরবংশ সিং (উইকেটরক্ষক), আর এস আম্ব্রিশ, কনিষ্ক চৌহান, নামান পুষ্পক, হেনিল প্যাটেল, ডি দীপেশ, কিষাণ কুমার, আনমোলজিৎ সিং, খিলান প্যাটেল, উদ্ধব মোহন, আমান চৌহান।