বড় মঞ্চে নিজেকে প্রমাণে মরিয়া তানজিদ তামিম
৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম
প্রকাশ: 2 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
এনসিএলের শেষ রাউন্ডে বোলারদের দাপট, মিরপুরে ইমন, মার্শালের রানের বন্যা
-
2
বিপিএলে এবার ধারাভাষ্য দেবে আন্তর্জাতিক তারকা ক্রিকেটাররা
-
3
স্টার্ক-নেসার ঝড়ে ইংল্যান্ড বিধ্বস্ত, অ্যাশেজে অস্ট্রেলিয়ার ২-০ লিড
-
4
ঘরের মাঠে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসর নিতে চান সাকিব, জানালেন নিজেই
-
5
রংপুরের স্বপ্নপথ, সিলেটের অঙ্কভাঙা এবং এনসিএলের শেষদিনের রুদ্ধশ্বাস অপেক্ষা
বড় মঞ্চে নিজেকে প্রমাণে মরিয়া তানজিদ তামিম
বড় মঞ্চে নিজেকে প্রমাণে মরিয়া তানজিদ তামিম
বাংলাদেশের সীমিত ওভারের ক্রিকেটে ওপেনিং দায়িত্ব এখন নিয়মিতভাবেই পালন করেন তানজিদ হাসান তামিম। সাম্প্রতিক সিরিজগুলোতে তার ব্যাট থেকে আসা ধারাবাহিক পারফরম্যান্স দলে এনে দিয়েছে আস্থার বাড়তি জোগান। তবে সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে শুরু হওয়া বিশেষ ক্যাম্পে তার মনোযোগ এখন মূলত বড় আসরে ব্যর্থতার তকমা ঘোচানোর দিকেই।
গত ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া জাতীয় দলের এই বিশেষ ক্যাম্প মূলত ব্যাটারদের জন্য সাজানো। হেড কোচ ফিল সিমন্স, সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন এবং নবনিযুক্ত ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাটারদের ভুল ধরিয়ে দিচ্ছেন এবং উন্নতির জায়গাগুলোতে কাজ করাচ্ছেন। ভালো ফর্মে থাকলেও নিয়মিত অনুশীলনে মনোযোগী তানজিদ সোমবার (৮ ডিসেম্বর) অনুশীলন শেষে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে।
বিশ্বমঞ্চে নিজের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি এটা অকপটে মেনে নেন এই তরুণ ওপেনার। তিনি বলেন, "আইসিসি ইভেন্ট যেটা বললেন যে আমি এর আগেও বলেছি যে আমি সফল নই। আমি আমার সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি আইসিসি ইভেন্টে, তারপরে এশিয়া কাপে আমি সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি।"
সাম্প্রতিক সিরিজগুলোতে ধারাবাহিক রান পেলেও তানজিদ চান বড় ইভেন্টেও সেই অগ্রগতি বজায় রাখতে। তার ভাষায়, "এটা আমার কাছে সত্যি অনেক খারাপ লাগে, যে-রকম সিরিজগুলোতে আমি শেষ কয়েকটা সিরিজ যে-রকম ধারাবাহিক পারফরম্যান্স করছি, তো আমার চেষ্টা থাকবে যাতে এই ধারাবাহিকতাটা যাতে আইসিসি ইভেন্টে ধরে রাখতে পারি।"
আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া বিপিএল শেষ হতেই গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। সময়ের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে বিসিবি আয়োজন করেছে বিশেষ ব্যাটিং ক্যাম্পের।
ক্যাম্পের অভিজ্ঞতা নিয়ে তানজিদ বলেন, "খুব ভালো যাচ্ছে (ক্যাম্প)। কারণ বিপিএল-এর পরে আমরা ততটা সময় পাব না। এমন স্পেসিফিক ব্যাটিং ক্যাম্প খুব কমই হয়, যেটা খুবই ইতিবাচক। আমরা শেষ কয়েকটি সিরিজে নিজেদের কী অতিরিক্ত দক্ষতার ঘাটতি ছিল এবং সেখান থেকে কী উন্নতি করতে পারি, সেই বিষয়ে কাজ করছি।"
বিশ্বকাপে প্রতিপক্ষ কীভাবে পরিকল্পনা সাজাতে পারে এসব বিষয় মাথায় রেখেই কাজ হচ্ছে বলে জানান তিনি। তানজিদের ভাষায়, "সামনে বিশ্বকাপ বা কোনো বড় ইভেন্টে আমাদের নিয়ে প্রতিপক্ষ কী গেম প্ল্যান করতে পারে বা কোনো নির্দিষ্ট গ্যাপে বোলার কী পরিকল্পনা করতে পারে, সেই জিনিসগুলো নিয়ে কাজ করা হচ্ছে। কোচেরা খুব স্পেসিফিকভাবে একটি বিষয়ে বারবার ফোকাস করছেন পাওয়ার প্লেতে কীভাবে খেলা হবে এবং কীভাবে গ্যাপ বের করা হবে।"
