চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবার বাংলাদেশে মুশতাক আহমেদ
![চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবার বাংলাদেশে মুশতাক আহমেদ](https://cricket97.com/public/storage/upload/news/original/521cf8a6-f706-4fde-9cd7-7c920437bf26.webp)
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবার বাংলাদেশে মুশতাক আহমেদ
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আবার বাংলাদেশে মুশতাক আহমেদ
পাকিস্তানের সাবেক লেগ স্পিনার, ১৯৯২ বিশ্বকাপ জয়ের নায়কদের একজন মুশতাক আহমেদ আবার ফিরলেন বাংলাদেশে। টাইগারদের স্পিন বোলিং কোচ ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিরলেন আগের ভূমিকায়। পাকিস্তানের লেগ স্পিন গ্রেটকে আজ দেখা গেছে মিরপুরে, বাংলাদেশ দলের প্রথম দিনের অনুশীলন ক্যাম্পে।
গত বছরের অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের হোম টেস্ট সিরিজে বাংলাদেশ দলের সাথে কাজ করেন। সিরিজ শেষে ফের পাকিস্তানে ফিরে যান মুশতাক আহমেদ। ছিলেন না বাংলাদেশের শারজাহ সফরে, যেখানে আফগানিস্তানের কাছে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারে বাংলাদেশ।
মুশতাক আহমেদকে মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনরা পায়নি উইন্ডিজ সফরেও। তবে আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বোলিং পরামর্শক হিসেবে মুশতাক আহমেদ দায়িত্ব পালন করবেন। পাকিস্তান ও দুবাইয়ের মাঠে বাংলাদেশের কিট গায়ে থাকবেন স্পিন কোচ ও পরামর্শকের গুরুত্বপূর্ণ ভূমিকায়।
বিপিএল আসরের পর্দা নামতেই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে পাঁচ দিনের প্রস্তুতি ক্যাম্প। ৮ থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মিরপুর শের-ই-বাংলায় অনুশীলন করবে পুরো দল, নেতৃত্বে হেড কোচ ফিল সিমন্স। এর মাঝে বাংলাদেশে এসে কোচিং প্যানেলে যুক্ত হলেন পাকিস্তানের মুশতাক আহমেদ।
৫৩ বছর বয়সী মুশতাক আহমেদ খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়ে মন দিয়েছেন। ২০০৮ থেকে ২০১৪ অব্দি ইংল্যান্ড, ২০১৮ থেকে ২০১৯ অব্দি ওয়েস্ট ইন্ডিজ এবং ২০২০ থেকে ২০২২ অব্দি পাকিস্তান দলের স্পিন বোলিং কোচ হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া ২০১৪ থেকে ২০১৬ অব্দি পাকিস্তান দলের বোলিং পরামর্শক ছিলেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ রয়েছে গ্রুপ বি–তে। এই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে। ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে প্রথম ম্যাচ খেলার পর বাংলাদেশ দল চলে যাবে পাকিস্তানে। রাওয়ালপিন্ডিতে ২৪ ফেব্রুয়ারি নাজমুল হোসেন শান্তদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল-
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা।