Image

সম্মানের জন্য বিসিবিকে তামিম ইকবালের ধন্যবাদ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 12 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সম্মানের জন্য বিসিবিকে তামিম ইকবালের ধন্যবাদ

সম্মানের জন্য বিসিবিকে তামিম ইকবালের ধন্যবাদ

সম্মানের জন্য বিসিবিকে তামিম ইকবালের ধন্যবাদ

তামিম ইকবালের নেতৃত্বে ব্যাক টু ব্যাক বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। শিরোপা জেতা সব সময়ই বিশেষ, তবে ব্যাক্তিগতভাবে কোন বারের বিপিএল শিরোপা জিতে বেশি আনন্দ হয়েছিল এবার সেটাই জানালেন তামিম ইকবাল।

চিটাগং কিংসকে হারিয়ে ট্রফি হাতে সংবাদ সম্মেলনে এসে বরিশাল অধিনায়ক তামিম ইকবাল বলেন,

"আমার কাছে মনে হয় গত বছরের জার্নিটা এপিক ছিল। আমার হৃদয়ের কাছাকাছি। অর্ধেক টুর্নামেন্ট আমরা একটা ম্যাচ দূরে ছিলাম বাদ পড়ার থেকে। মেয়ার্সের অবদান দারুণ ছিল, আজকেও। অই ট্রফিটা জেতা, প্রথমবার বরিশাল ট্রফি জিতেছে খুবই স্পেশাল ছিল। এবার আমরা ডমিনেট করেছি। পুরা টুর্নামেন্ট ডমিনেট করেছি ২ ম্যাচ বাদে। আজকেও খুলনার সাথেও ভালো চেইজ করেছে। প্রথমটাই বেছে নেব আমি। আমার ক্ষেত্রেও আগেরটাই ভালো ছিল। আজকের ইনিংস ভালো ছিল, এসব ইনিংস বিশ্বাস দেয় আমার ভেতর কিছু বাকি আছে।"

ফরচুন বরিশালের মত পেশাদার দল বিপিএলের জন্য ভালো জানিয়ে তামিম আরো বলেন, "বরিশালের জন্য এটা বিশাল। ৪-৫-৬ বছরে একবার ফাইনাল খেলেছিল। কিন্তু তাদের তেমন পারফরম্যান্স ছিল না। ঢাকায় মিরপুরে বিশেষ করে অনেকে বরিশালের থাকে। তাদের জন্য ট্রফি জেতাটা দারুণ ছিল। এই ফ্র্যাঞ্চাইজি এবং মালিককে বিসিবির সম্মান করা উচিত। এই ধরনের লোকজন ক্রিকেটের সাথে যদি থাকে তাইলে বাংলাদেশের ক্রিকেটটা সামনের দিকে আগাবে।"

শেষ হয়েছে তামিম ইকবালের ১৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার। সেজন্য বিসিবির তরফ থেকে তামিমকে দেয়া হয় বিদায়ী সংবর্ধনা। তাই বিসিবিকে ধন্যবাদ জানিয়ে তামিম বলেন,

"অবশ্যই বিসিবিকে ধন্যবাদ দিতে হবে। বিসিবির সাথে সবসময় প্লেয়ারদের লাভ এন্ড হেইট সম্পর্ক থাকে। তবে ১৭ বছর ধরে তারা আমার দেখাশোনা করেন। এখন, আগের সব সভাপতিকে ধন্যবাদ। তারা আমাকে গার্জিয়ানের মতই ১৭ বছর খেলার ব্যবস্থা করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই। আন্তর্জাতিকে হতে পারত বা না পারত, মাঠে হয়েছে তাতেই আমি খুশি। দারুণ বিদায়।"

বিপিএলের পরবর্তী আসর থেকে ৬ জন খেলোয়াড় রিটেইন অপশন থাকলে ভালো হয় জানিয়ে তামিম বলেন, "এত কষ্ট করে একটা ফ্যানবেইস তৈরি করেছি আমরা। এটা সবাই চাইত প্রথম বিপিএল থেকে। আপনি যদি আইপিএলের উদাহরণ দেই, কোর প্লেয়াররা থেকে যায়। রিটেইন করার অপশন দেওয়া উচিত। রিটেইন যদি ১টা করেন তাইলে তো এতদিন ধরে যা গড়ে তুলেছেন তা নষ্ট হয়ে যাবে, ৬-৫ অন্তত ৪ জনকে রিটেইন করার সুযোগ দেওয়ার দরকার। তাহলে ফ্যানবেইস আরও গ্রো করবে। আশা করি এই নিয়মটা সামনে থাকবে। অন্তত ৬ জনকে রিটেইন দিলে ফ্র্যানবেইস আরও গ্রো করবে।"

Details Bottom